—প্রতিনিধিত্বমূলক চিত্র।
তুরস্কের সংস্থাই নয় তারা, বিবৃতি দিয়ে এমনই জানাল সেলেবি অ্যাভিয়েশন ইন্ডিয়া। শুধু তা-ই নয়, ওই সংস্থার দাবি, তাদের সঙ্গে কোনও রাজনীতির যোগ নেই। তাদের সংস্থার সঙ্গে তুরস্কের প্রেসিডেন্ট রিচেপ তায়িপ এর্ডোয়ানের পরিবারের সঙ্গে কোনও সম্পর্ক নেই। ভারত সরকার এই সংস্থার ‘সুরক্ষা ছাড়পত্র’ বাতিল করার পরই নিজেদের অবস্থান স্পষ্ট করল সেলেবি অ্যাভিয়েশন।
বৃহস্পতিবার অসামরিক বিমান পরিবহণ মন্ত্রক এক বিবৃতিতে জানায়, ভারতের মোট ন’টি বিমানবন্দরে পরিচালনা এবং পরিষেবা-ক্ষেত্রের সঙ্গে জড়িত সেলেবি অ্যাভিয়েশন নিয়ন্ত্রিত সংস্থা ‘সেলেবি গ্রাউন্ড হ্যান্ডলিং ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড’-এর ‘সুরক্ষা ছাড়পত্র’ প্রত্যাহার করা হয়েছে। অর্থাৎ ভারতের বিমানবন্দরগুলিতে কাজ করতে পারবে না সংশ্লিষ্ট সংস্থাটি।
কেন্দ্রের এই সিদ্ধান্তের পরেই ওই সংস্থাকে নিয়ে নানা ধরনের জল্পনা শুরু হয়। কেউ কেউ দাবি করেন, ওই বিমান সংস্থার সঙ্গে সরাসরি তুরস্কের প্রেসিডেন্টের পরিবারের যোগ রয়েছে। ওই সংস্থার সঙ্গে এর্ডোয়ানের কন্যা সুমেয়ের কোনও সম্পর্ক নেই। ‘সেলেবি গ্রাউন্ড হ্যান্ডলিং ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড’ একটি বিবৃতি দিয়ে এমনই দাবি করেছে। সেই বিবৃতিতে দাবি করা হয়, সংস্থার মালিকানা নিয়ে সমাজমাধ্যমে যে সব খবর ছড়াচ্ছে, তা মিথ্যা এবং বিভ্রান্তিকর। কোম্পানি সব জল্পনাকে খণ্ডন করছে। ওই বিমান সংস্থার দাবি, ‘‘সুমেয় নামে কেউ আমাদের মূল প্রতিষ্ঠানের মালিকানার সঙ্গে যুক্ত নন। এই কোম্পানির মালিকানা শুধুমাত্র সেলেবিওগলু পরিবারের সদস্যদের মধ্যেই সীমাবদ্ধ। তাঁদের সঙ্গে রাজনীতির কোনও যোগাযোগ নেই। আমরা একটি পেশাদার, বিশ্বব্যাপী পরিচালিত বিমান সংস্থা।’’
শুধু তা-ই নয়, সেলেবি আরও জানায়, তারা কোনও মানদণ্ডেই তুরস্কের সংস্থা নয়। বিশ্বব্যাপী স্বীকৃত নিয়ম মেনে চলে। কোনও রাজনৈতিক বা বিদেশি সরকার বা ব্যক্তির সঙ্গে যোগ নেই তাদের সংস্থার।
প্রসঙ্গত, পহেলগাঁও হত্যাকাণ্ডের জবাবে পাকিস্তানের জঙ্গিঘাঁটিতে ভারতীয় সেনার অপারেশন সিঁদুরের পরে খোলাখুলি পাকিস্তানের পক্ষে দাঁড়িয়েছিলেন এর্ডোয়ান। তাঁদেরই দেওয়া ড্রোন ব্যবহার করে ভারতের জনবসতি এবং সামরিক পরিকাঠামোর উপর আঘাত হানার চেষ্টা করেছে পাক ফৌজ। এমনকি, সংঘাতের আবহেও বিমানবোঝাই অস্ত্র আঙ্কারা থেকে ইসলামাবাদে পৌঁছেছিল বলে অভিযোগ। এই পরিস্থিতিতে ভারতের কয়েকটি বিমানবন্দর পরিচালনা এবং পরিষেবা-ক্ষেত্রে সেলেবি অ্যাভিয়েশনের অংশগ্রহণ এবং গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছিল। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাগুলি সেলেবি অ্যাভিয়েশনের কার্যকলাপের উপর নজরদারি শুরু করেছে বলে প্রকাশিত কয়েকটি খবরে দাবি করা হয়েছিল। সেই আবহেই বৃহস্পতিবার কেন্দ্র ‘সুরক্ষা ছাড়পত্র’ বাতিলের নির্দেশিকা জারি করে।