India-Pakistan Conflict

পাকিস্তানি পতাকা বিক্রি করায় ফ্লিপকার্ট, অ্যামাজ়নকে নোটিস কেন্দ্রের! কড়া বার্তা: এই ধরনের অসংবেদনশীলতা বরদাস্ত নয়

পাকিস্তানি পতাকা বিক্রি বন্ধ করতে অনলাইন বিপণি প্ল্যাটফর্মগুলিকে কড়া বার্তা দিল কেন্দ্র। নোটিস পাঠানো হয়েছে ফ্লিপকার্ট, অ্যামাজ়ন-সহ চারটি সংস্থাকে। কেন্দ্রীয় উপভোক্তা বিষয়ক মন্ত্রী কড়া বার্তা দিয়েছেন, এই ধরনের অসংবেদনশীলতা বরদাস্ত করা হবে না।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৪ মে ২০২৫ ২১:৩৯
Share:

পাকিস্তানের পতাকা বিক্রির বিরুদ্ধে কড়া বার্তা ভারত সরকারের। —প্রতীকী ছবি।

পাকিস্তানি পতাকা এবং এই সংক্রান্ত পণ্য অনলাইন মাধ্যমে বিক্রি হওয়া নিয়ে এ বার কড়া বার্তা দিল কেন্দ্রীয় সরকার। অ্যামাজ়ন, ফ্লিপকার্ট-সহ চারটি অনলাইন বিপণি প্ল্যাটফর্মকে নোটিস পাঠিয়েছেন কেন্দ্রীয় উপভোক্তা সুরক্ষা কর্তৃপক্ষ। বুধবার রাতে সমাজমাধ্যমে এ কথা জানিয়েছেন কেন্দ্রীয় উপভোক্তা বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ যোশী। তিনি জানিয়েছেন, এই ধরনের অসংবেদনশীলতা কোনও ভাবেই বরদাস্ত করা হবে না। অনলাইন বিপণি সংস্থাগুলিকে অবিলম্বে নিজেদের প্ল্যাটফর্ম থেকে এই ধরনের পণ্যের বিষয়বস্তু সরিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সংস্থাগুলিকে দেশের আইন মেনে চলার জন্য বলেছেন কেন্দ্রীয় মন্ত্রী।

Advertisement

পহেলগাঁও কাণ্ডের পর থেকে ভারত এবং পাকিস্তানের সম্পর্ক তলানিতে গিয়ে ঠেকেছে। জঙ্গিদমনের জন্য ভারতীয় সামরিক বাহিনী ‘অপারেশন সিঁদুর’ শুরু করে। ওই জঙ্গিদমন অভিযানে পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরে ৯টি জঙ্গিঘাঁটি ধ্বংস করে দিয়েছে ভারত। নয়াদিল্লি জানিয়েছিল, নির্দিষ্ট ভাবে জঙ্গিঘাঁটিগুলিকে চিহ্নিত করেই হামলা করা হয়েছে। পাকিস্তানের কোনও সামরিক ঘাঁটিতে হামলা হয়নি বলে জানিয়েছিল ভারত। কিন্তু তার পরেও পাকিস্তানি সেনা ভারতের উপর হামলা করে। প্রত্যাঘাত করে ভারতও। টানা চার দিন ধরে ভারত-পাকিস্তান সামরিক অস্থিরতা চলার পর শেষে গত শনিবার বিকেলে দু’দেশ সংঘর্ষবিরতিতে সম্মত হয়।

সংঘর্ষবিরতিতে সম্মত হলেও দু’দেশের মধ্যে উত্তেজনার বাতাবরণ এখনও রয়ে গিয়েছে। বুধবার সংঘর্ষবিরতি-পরবর্তী পরিস্থিতি নিয়ে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে বৈঠক করেন ভারতীয় সেনা সর্বাধিনায়ক (সিডিএস) জেনারেল অনিল চৌহান। বৈঠকে উপস্থিত ছিলেন তিন বাহিনীর প্রধানও। সংবাদ সংস্থা পিটিআই সূত্রে খবর, রাষ্ট্রপতিকে ‘অপারেশন সিঁদুর’ এবং তার পরবর্তী পরিস্থিতির বিষয়ে তাঁরা রাষ্ট্রপতিকে অবগত করান। গত সোমবার জাতির উদ্দেশে ভাষণেও ভারতের অবস্থান স্পষ্ট করে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি জানিয়েছেন, সন্ত্রাসবাদীদের চোখরাঙানি সহ্য করবে না ভারত। পাকিস্তানকে যদি বাঁচতে হয় ওদের সন্ত্রাসের পরিকাঠামো নির্মূল করতে হবে। তিনি স্পষ্ট করে দিয়েছেন, ‘টেরর’ ও ‘টক’ (সন্ত্রাস এবং আলোচনা) একসঙ্গে চলতে পারে না, জল এবং রক্ত একই সঙ্গে বইতে পারে না।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement