Petrol Diesel Price Hike

আকাশছোঁয়া তেলের দাম থেকে সুরাহা কী ভাবে? সংসদীয় কমিটির প্রশ্নে নীরব কেন্দ্র

কোভিডের দ্বিতীয় ধাক্কা কাটিয়ে নতুন করে সংসদীয় কমিটির বৈঠক শুরু হতেই বুধবার পাবলিক অ্যাকাউন্টস কমিটিতে ধুন্ধুমার বেধেছিল।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

নয়াদিল্লি ও কলকাতা শেষ আপডেট: ১৮ জুন ২০২১ ০৬:৫৯
Share:

প্রতীকী ছবি।

টিকাকরণ নীতির পরে এ বার পেট্রল-ডিজেল। সংসদীয় কমিটিতে আজ তেলের দাম নিয়েও প্রশ্নের মুখে পড়ল নরেন্দ্র মোদী সরকার। প্রশ্ন উঠল, পেট্রল-ডিজেলের দাম সেঞ্চুরি ছুঁয়ে ফেলার পরে মোদী সরকার কী ভাবে সাধারণ মানুষকে সুরাহা দেওয়ার চেষ্টা করছে? সাংসদদের অভিযোগ, তেল মন্ত্রকের সচিব ও আমলারা এর কোনও সদুত্তর দিতে পারেননি।

Advertisement

কোভিডের দ্বিতীয় ধাক্কা কাটিয়ে নতুন করে সংসদীয় কমিটির বৈঠক শুরু হতেই বুধবার পাবলিক অ্যাকাউন্টস কমিটিতে ধুন্ধুমার বেধেছিল। কমিটির চেয়ারম্যান, কংগ্রেসের অধীর চৌধুরী কেন্দ্রের টিকাকরণ নীতি খতিয়ে দেখার প্রস্তাব আনার চেষ্টা করায় বিজেপি ও তাদের জোটসঙ্গী জেডিইউ নেতারা একযোগে তাঁকে বাধা দেন। বৃহস্পতিবার তেল মন্ত্রকের সংসদীয় স্থায়ী কমিটিতে বিরোধী শিবিরের সাংসদদের পাশাপাশি বিজেপি সাংসদরাও পেট্রল-ডিজেলের চড়া দাম নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।

তেল মন্ত্রকের সচিব তরুণ কপূর ও অন্যান্য আমলারা এ দিন স্থায়ী কমিটির সামনে হাজির ছিলেন। রাষ্ট্রায়ত্ত তেল সংস্থার প্রধানরাও হাজির ছিলেন। তেলের দাম কেন বেড়েই চলেছে, তা নিয়ে প্রশ্নের মুখে তেল মন্ত্রকের কর্তারা ব্যাখ্যা দেন, আন্তর্জাতিক বাজারে অশোধিত তেলের দামই এর জন্য দায়ী। তা ছাড়া টাকার তুলনায় ডলারের দামও

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন