Ration Dealers

রেশন ডিলারদের দাবি মানল কেন্দ্র

সম্প্রতি গুজরাত সরকার রেশনের পরিবর্তে ফুড কুপন ও গ্রাহকের ব্যাঙ্কে সরাসরি টাকা পৌঁছে দেওয়ার প্রস্তাব দিয়েছিল কেন্দ্রকে। গত কালের বৈঠকে ওই উদ্যোগের বিরোধিতা করেছেন বিশ্বম্ভরেরা। সংগঠনের মতে, ওই উদ্যোগ আসলে রেশন ব্যবস্থা তুলে দেওয়ার দিকে প্রথম পদক্ষেপ।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৮ ডিসেম্বর ২০২৫ ০৬:৫৬
Share:

— প্রতীকী চিত্র।

কেন্দ্রীয় খাদ্য ও গণবণ্টন মন্ত্রকের সঙ্গে রেশন ডিলারদের বৈঠকে খাদ্যশস্যে কুইন্টাল পিছু কমিশন বাড়ানোর দাবি গত কাল নীতিগত ভাবে মেনে নিয়েছে কেন্দ্র। কিন্তু সেই কমিশন কী হারে বাড়বে তা জানা যাবে কেন্দ্রীয় বাজেটে, জানালেন অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ ডিলার্স ফেডারেশনের জাতীয় সাধারণ সম্পাদক বিশ্বম্ভর বসু। তিনি বলেন, “আমাদের দাবি, রেশন ডিলারদের আয় যাতে মাসিক পঞ্চাশ হাজার টাকা করে হয়। সেই অনুপাতে কমিশন না বাড়ানো হলে ১৫ ফেব্রুয়ারি থেকে আন্দোলনে নামতে বাধ্য হব।”

সম্প্রতি গুজরাত সরকার রেশনের পরিবর্তে ফুড কুপন ও গ্রাহকের ব্যাঙ্কে সরাসরি টাকা পৌঁছে দেওয়ার প্রস্তাব দিয়েছিল কেন্দ্রকে। গত কালের বৈঠকে ওই উদ্যোগের বিরোধিতা করেছেন বিশ্বম্ভরেরা। সংগঠনের মতে, ওই উদ্যোগ আসলে রেশন ব্যবস্থা তুলে দেওয়ার দিকে প্রথম পদক্ষেপ। ইতিমধ্যেই পুদুচেরিতে সরাসরি গ্রাহকদের টাকা পৌঁছে দেওয়ার প্রকল্প ব্যর্থ হয়েছে। রেশনে পুষ্টিকর চাল তোলার ব্যাপারে গ্রাহকদের আগ্রহ না থাকায় তা বন্ধ করার জন্যও সরকারের কাছে দাবি জানিয়েছে রেশন ডিলার সংগঠন। বিশ্বম্ভর বলেন, “এতে সরকারের ১৪ হাজার কোটি টাকা বাঁচবে। পুষ্টিকর চালের পরিবর্তে গ্রাহক পিছু সাধারণ চালের পরিমাণ বাড়িয়ে দেওয়া হোক।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন