Sanchar Saathi App

মোবাইলে আগে থেকে ইনস্টল করে দিতে হবে সরকারি অ্যাপ! অ্যাপ্‌ল, স্যামসাং-সহ বিভিন্ন সংস্থাকে বার্তা কেন্দ্রের: রিপোর্ট

সরকারি ভাবে এ বিষয়ে কোনও বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়নি। তবে জানা যাচ্ছে, মোবাইল প্রস্তুতকারী সংস্থাগুলির কাছে আলাদা আলাদা ভাবে এই সংক্রান্ত বার্তা পৌঁছে গিয়েছে। কী বলা হয়েছে তাতে?

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০১ ডিসেম্বর ২০২৫ ১৯:২৬
Share:

নতুন মোবাইলগুলিতে সরকারি ‘সঞ্চার সাথী’ অ্যাপ আগে থেকে ইনস্টল করে দিতে বলছে কেন্দ্র। —প্রতীকী চিত্র।

সাইবার নিরাপত্তায় আরও জোর দিচ্ছে কেন্দ্রীয় সরকার। সাইবার সুরক্ষা সংক্রান্ত সরকারি অ্যাপ ‘সঞ্চার সাথী’-র ব্যবহার বৃদ্ধিতেও গুরুত্ব দিচ্ছে সরকার। এ বার থেকে নতুন মোবাইলগুলিতে আগে থেকে ইনস্টল করা থাকতে হবে ‘সঞ্চার সাথী’ অ্যাপ। এমন ব্যবস্থা রাখতে হবে, যাতে ব্যবহারকারীরা মোবাইল কেনার পরেও ওই অ্যাপটি ডিলিট করতে না পারেন। এই মর্মে ইতিমধ্যে মোবাইল প্রস্তুতকারী সংস্থাগুলিকে প্রয়োজনীয় বার্তা দিয়েছে কেন্দ্র।

Advertisement

প্রতিবেদনটি প্রকাশের সময় পর্যন্ত এ বিষয়ে সরকারি ভাবে কোনও মন্তব্য প্রকাশ্যে আসেনি। তবে রয়টার্স জানাচ্ছে, অ্যাপ্‌ল, স্যামসাং, শাওমি, ভিভো-সহ বিভিন্ন সংস্থাকে এ কথা জানিয়ে দিয়েছে কেন্দ্র। গত ২৮ নভেম্বরের ওই নির্দেশিকায় মোবাইল প্রস্তুতকারী সংস্থাগুলিকে ৯০ দিন সময় দেওয়া হয়েছে। নতুন মোবাইলগুলিতে ওই অ্যাপ আগে থেকে ইনস্টল থাকার বিষয়টি তার মধ্যে নিশ্চিত করতে বলা হয়েছে সংস্থাগুলিকে।

যে মোবাইলগুলি ইতিমধ্যে বাজারে এসে গিয়েছে, সেগুলিতেও সফ্‌টওয়্যার আপডেটের মাধ্যমে ওই সরকারি অ্যাপটি প্রবেশ করিয়ে দেওয়ার কথা বলেছে কেন্দ্র। জানা যাচ্ছে, নির্দেশিকাটি সর্বসাধারণের জন্য প্রকাশ্যে আনেনি কেন্দ্রীয় সরকার। তবে আলাদা আলাদা ভাবে প্রথম সারির বিভিন্ন মোবাইল প্রস্তুতকারী সংস্থাকে এই মর্মে প্রয়োজনীয় নির্দেশিকা দিয়ে দিয়েছে তারা।

Advertisement

চলতি বছরের শুরুতেই সাইবার সুরক্ষা সংক্রান্ত এই অ্যাপটি প্রকাশ করে কেন্দ্র। টেলিযোগাযোগ মন্ত্রকের এই অ্যাপটি মোবাইল ব্যবহারকারীদের সাইবার সুরক্ষার জন্য অত্যন্ত কার্যকরী বলে মনে করে কেন্দ্র। শুধু তা-ই নয়, হারানো মোবাইল খুঁজে বের করার ক্ষেত্রেও অ্যাপটির সাহায্য পাওয়া যায়। সরকারি হিসাবে, চলতি বছরে দেশে সাত লক্ষেরও বেশি হারানো মোবাইল খুঁজে পেতে সাহায্য করেছে ‘সঞ্চার সাথী’ অ্যাপ। এর মধ্যে শুধু অক্টোবরেই প্রায় ৫০ হাজার হারানো মোবাইল উদ্ধারে অ্যাপটির সাহায্য মিলেছে।

তবে অ্যাপ্‌ল তাদের মোবাইলে শুধুমাত্র নিজস্ব অ্যাপই আগে থেকে ইনস্টল করে রাখে। কোনও ধরনের ‘থার্ড পার্টি অ্যাপ’ বিক্রির আগে ইনস্টল করা সংস্থার নিজস্ব অভ্যন্তরীণ নীতিরই পরিপন্থী বলে দাবি সূত্রের। অতীতেও বিভিন্ন দেশের সরকারের এই ধরনের অনুরোধ প্রত্যাখ্যান করেছে তারা। সে ক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের এই বার্তার পরে তারা কী পদক্ষেপ করবে, তা নিয়ে ধোঁয়াশা রয়েই গিয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement