রক্তদানের নিয়ম বাঁধবে কেন্দ্র

মহিলাদের রক্তদান নিয়ে কিছু নতুন নীতি বেঁধে দিতে চলেছে কেন্দ্র। ড্রাগস টেকনিকাল অ্যাডভাইসরি বোর্ড সরকারকে রক্তদান নিয়ে ১০৩টি  নিয়ম বেঁধে দেওয়ার পরামর্শ দিয়েছে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১২ জুন ২০১৮ ০৪:১৩
Share:

মহিলাদের রক্তদান নিয়ে কিছু নতুন নীতি বেঁধে দিতে চলেছে কেন্দ্র। ড্রাগস টেকনিকাল অ্যাডভাইসরি বোর্ড সরকারকে রক্তদান নিয়ে ১০৩টি নিয়ম বেঁধে দেওয়ার পরামর্শ দিয়েছে। তার মধ্যে মহিলাদের জন্য বলা হয়েছে যে, প্রসবের পরে অন্তত ১২ মাস, গর্ভপাতের পরে অন্তত ৬ মাস রক্ত দেওয়া যাবে না। স্তন্যদান ও ঋতু চলাকালীনও রক্ত না দেওয়া উচিত।

Advertisement

কলকাতা মেডিক্যাল কলেজের ইমিউনো হেমাটোলজি অ্যান্ড ব্লাড ট্রান্সফিউশন বিভাগের প্রধান প্রসূন ভট্টাচার্য এই নতুন প্রস্তাবকে স্বাগত জানিয়ে বললেন, ‘‘বাচ্চাকে স্তন্যদান করার সময়ে মায়ের দেহ থেকে লাগাতার আয়রন বেরিয়ে যায়। লোহিত রক্তকণিকার ঘাটতি থাকে। সাধারণ প্রসব হলেও ন্যূনতম ৫০০ মিলিলিটার রক্ত বেরিয়ে যায় শরীর থেকে। কমে যায় হিমোগ্লোবিন। সেটা পূরণ হতে বেশ কিছু দিন সময় লাগে। গর্ভপাত আর ঋতুকালীন সময়েও প্রচুর রক্ত বেরিয়ে যায়।’’

ম্যালেরিয়া হলে ৩ মাস, অস্ত্রোপচার হলে ৬ মাস, ডেঙ্গি বা চিকুনগুনিয়া হলে ৬ মাস এবং জ়িকা ভাইরাসে আক্রান্ত হলে ৪ মাস রক্ত দিতে নিষেধ করা হচ্ছে।
একই সঙ্গে নতুন প্রস্তাবে ‘ব্লাড ব্যাঙ্ক’গুলিকে ‘ব্লাড সেন্টারে’ পরিণত করার কথাও বলা হয়েছে। সেখানে রক্ত সংগ্রহের পাশাপাশি তার প্রক্রিয়াকরণ, বণ্টন এবং সংরক্ষণের ব্যবস্থাও থাকবে।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন