Gyanesh Kumar

বিশ্বের সামনে এসআইআর নিয়ে সওয়াল জ্ঞানেশের

আজ জ্ঞানেশ বলেছেন, ‘‘বিশুদ্ধ ভোটার তালিকা, যাতে আইনত প্রতিটি ভোটার থাকবেন, তা গণতন্ত্র মজবুত করার জন্য জরুরি।’’

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২২ জানুয়ারি ২০২৬ ০৮:৫২
Share:

মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। — ফাইল চিত্র।

বিরোধী শিবিরের তিরের মুখে দাঁড়িয়ে আজ বিভিন্ন দেশের নির্বাচন পরিচালনা সংস্থার আন্তর্জাতিক সম্মেলনে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার এসআইআর-এর পক্ষে জোরদার সওয়াল করলেন।

আজ জ্ঞানেশ বলেছেন, ‘‘বিশুদ্ধ ভোটার তালিকা, যাতে আইনত প্রতিটি ভোটার থাকবেন, তা গণতন্ত্র মজবুত করার জন্য জরুরি।’’ তাঁর বক্তব্য, সংবিধানেই ভারতের নির্বাচনকে দু’টি ভাগে ভাগ করা রয়েছে। এক, ভোটার তালিকা তৈরি। দুই, নির্বাচন পরিচালনা। বিহারের এসআইআর-কে ‘মডেল’ হিসেবে তুলে ধরে জ্ঞানেশের যুক্তি, সে রাজ্যে যোগ্য ভোটারদের নাম বাদ যাওয়া বা অযোগ্যদের নাম থাকা নিয়ে একটি আপিলও জমা পড়েনি। কাজের চাপে বহু বিএলও-র আত্মহত্যার অভিযোগ উঠলেও জ্ঞানেশ বিএলও-দেরই ভারতের নির্বাচনী গণতন্ত্রের ভিত্তিস্তম্ভ হিসেবে তুলে ধরেছেন।

বিভিন্ন দেশের নির্বাচন পরিচালনা সংস্থাগুলির মঞ্চ ইন্টারন্যাশনাল আইডিয়া (ইনস্টিটিউট ফর ডেমোক্র্যাসি অ্যান্ড ইলেক্টোরাল অ্যাসিস্ট্যান্স) আয়োজিত দিল্লির এই সম্মেলনে অন্য সব রাজ্যের মতো পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়ালেরও যাওয়ার কথা ছিল। বৃহস্পতিবার বক্তৃতাও ছিল তাঁর। কিন্তু রাজ্যে এসআইআর নিয়ে হুলস্থুল কাণ্ডের জেরে তিনি আসতে পারেননি। অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিকেরাও গরহাজির। পশ্চিমবঙ্গের প্রতিনিধিত্ব করছেন যুগ্ম মুখ্য নির্বাচনী আধিকারিক বন্দনা পোখরিয়াল, উপ মুখ্য নির্বাচনী আধিকারিক সুমন্ত রায়-রা।

ইন্টারন্যাশনাল আইডিয়া-র মহাসচিব কেভিন কাসাস-জামোরা আজ বিশ্ব জুড়ে নির্বাচনী ব্যবস্থার প্রতি অনাস্থা, অনীহা ও বিভিন্ন বিপদের কথা তুলে ধরেছেন। তাঁর বক্তব্য, ২০২৪-এ ভারত-সহ বিভিন্ন দেশের নির্বাচনে ১৬০ কোটি মানুষ ভোট দিলেও ভোটের হার ১৫ বছর আগের চেয়ে ১০ শতাংশ বিন্দু কমেছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন