Election Commission of India

‘ভূতুড়ে ভোটার’ বাদ, স্বচ্ছ ভোটার তালিকায় জোর! সব রাজ্যের সিইওদের সঙ্গে বৈঠকে কমিশনার

দিল্লির নির্বাচন সদনে শনিবারের বৈঠকে ছিলেন পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল। এ ছাড়াও ছিলেন অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক দিব্যেন্দু দাস এবং বিজিত ধর।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২৪ মে ২০২৫ ১৫:৫৪
Share:

স্বচ্ছ ভোটার তালিকা তৈরি করতে বৈঠক জাতীয় নির্বাচন কমিশনে। —প্রতিনিধিত্বমূলক চিত্র।

ভোটার তালিকা নিয়ে যাতে কোনও প্রশ্ন না ওঠে, সেই বি‌ষয়েই এ বার কোমর বেঁধে নামতে চলেছে জাতীয় নির্বাচন কমিশন। সব রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকদের (সিইও) নিয়ে শনিবার দিল্লিতে বৈঠক করলেন দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। সেই বৈঠকে ছিলেন দেশের অন্য দুই নির্বাচন কমিশনার সুখবীর সিংহ সান্ধু এবং অপর নির্বাচন কমিশনার বিবেক জোশী। সূত্রের খবর, ‘ভুয়ো ভোটার’ বা ভোটার তালিকায় একই ব্যক্তির দু’বার নাম থাকার মতো অভিযোগ যেন না ওঠে, সেই দিকটি খতিয়ে দেখতেই রাজ্যের নির্বাচন কমিশনারদের সঙ্গে বৈঠক করলেন জ্ঞানেশ।

Advertisement

দিল্লির নির্বাচন সদনে শনিবারের বৈঠকে ছিলেন পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল। এ ছাড়াও ছিলেন অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক দিব্যেন্দু দাস এবং বিজিত ধর। উল্লেখ্য, দিব্যেন্দুকে ভোটার তালিকার দায়িত্ব দেওয়া রয়েছে।

কমি‌শন আগেই জানিয়েছিল স্বচ্ছ ভোটার তালিকা তৈরি করতে কিছু পদক্ষেপ করা হচ্ছে। সেই সব পদক্ষেপ নিয়েই শনিবারের বৈঠকে আলোচনা হয়ে থাকতে পারে। বৈঠকে সিইও ছাড়াও ছিলেন সুপ্রিম কোর্ট এবং হাই কোর্টের আইনজীবীরা। কমিশনের আইনি কাঠামো এবং চ্যালেঞ্জগুলিকে কী ভাবে মোকাবিলা করা যায়, তা নিয়ে আলোচনা হয়েছে।

Advertisement

মাসখানেক আগেও ভুয়ো ভোটার নিয়ে গোটা দেশে শোরগোল পড়ে গিয়েছিল। ভোটার তালিকা নিয়ে সরব হয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর অভিযোগ ছিল, বাংলার লোককে বঞ্চিত করে বাইরের লোক দিয়ে ভোট করানোর চেষ্টা চলছে। ‘ভূতুড়ে ভোটার’ খুঁজতে আসরে নামে বাংলার শাসকদল তৃণমূলের নেতা-কর্মীরা। এই বিষয়ে কমিশন ব্যাখ্যা দিয়েছিল। কমিশন এ-ও জানিয়েছিল ‘ডুপ্লিকেট এপিক নম্বর’-এর সমস্যা সমাধান করা হবে। তার জন্য তিন মাসের সময় বেঁধে দেওয়া হয়। সেই আবহেই শুক্রবার সব রাজ্যের সিইও-দের নিয়ে বৈঠক হল কমিশনে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement