CJI Surya Kant

ঘণ্টার পর ঘণ্টা বসে থাকতে হয়, চাপ সামলাতে বিচারপতিদেরও অবকাশ-বিনোদন প্রয়োজন: প্রধান বিচারপতি কান্ত

দিল্লিতে বিচারপতিদের ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে গিয়েছিলেন দেশের প্রধান বিচারপতি সূর্য কান্ত। সেখানেই কাজের চাপ সামলানোর উপায় বাতলে দিয়েছেন। বাকিদের পরামর্শও দিয়েছেন।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৯ নভেম্বর ২০২৫ ১৪:১৮
Share:

সুপ্রিম কোর্ট চত্বরে প্রধান বিচারপতি সূর্য কান্ত। ছবি: পিটিআই।

ঘণ্টার পর ঘণ্টা বসে থাকতে হয়। কাজের চাপ প্রবল। তা সামলাতে বিচারপতিদেরও অবকাশ-বিনোদনের প্রয়োজন হয়। নয়াদিল্লিতে ‘অল ইন্ডিয়া জাজেস্‌ ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে’ গিয়ে এমনটাই মন্তব্য করলেন দেশের প্রধান বিচারপতি সূর্য কান্ত। গত সোমবার প্রধান বিচারপতি পদে শপথ নিয়েছেন বিচারপতি কান্ত। শনিবার তিনি রাজধানীর ওই অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন। বিচারপতিদের ব্যাডমিন্টন প্রতিযোগিতার সূচনা হয়েছে তাঁর হাতে।

Advertisement

বিচারপতিদের কাজের চাপের কথা মনে করিয়ে দিয়ে দিল্লির অনুষ্ঠান থেকে প্রধান বিচারপতি বলেন, ‘‘বিচারপতিদের দীর্ঘ সময় কাজ করতে হয়। কাজের ধরনও বেশ চাপের। ঘণ্টার পর ঘণ্টা বসে থাকতে হয়। তাই প্রত্যেক বিচারপতির উচিত অবকাশযাপনমূলক কোনও না কোনও কর্মকাণ্ডে যুক্ত থাকা। এটা অভ্যাসে পরিণত করা দরকার। বিনোদন দরকার বিচারপতিদের রিচার্জের জন্য।’’

তবে অবকাশ যাপনের সময়ে বয়সের কথা ভুলে গেলে চলবে না, মনে করিয়ে দিয়েছেন বিচারপতি কান্ত। জানিয়েছেন, বিচারপতিদের বয়স অনুযায়ী অবকাশ-বিনোদন বেছে নিতে হবে। তাঁর কথায়, ‘‘এই প্রতিযোগিতায় হাই কোর্টের অনেক বিচারপতি যোগ দিয়েছেন। এর থেকে বোঝা যায়, তাঁরা স্বাস্থ্য সম্পর্কে যথেষ্ট সচেতন।’’

Advertisement

নয়াদিল্লির ত্যাগরাজ স্পোর্টস কমপ্লেক্সে দু’দিনব্যাপী এই ব্যাডমিন্টন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। কেবল বিচারপতিরাই তাতে যোগ দিচ্ছেন। শনিবার সেখানে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ছাড়াও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আইনমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল, কেন্দ্রীয় মন্ত্রী কিরেণ রিজিজু। সুপ্রিম কোর্টের বাকি বিচারপতিরাও কমপ্লেক্সে ছিলেন।

রবিবার বিচারপতিদের ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপের শেষ দিন। ওই দিনই পুরস্কার বিতরণী অনুষ্ঠান রয়েছে। সেখানে উপস্থিত থাকবেন সুপ্রিম কোর্টের সদ্যপ্রাক্তন প্রধান বিচারপতি বিআর গবই এবং বিচারপতি বিক্রম নাথ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement