Nityanand Rai

মোদীর দিকে আঙুল! কেটে নেওয়া উচিত, হুমকি বিজেপি নেতার

সেই বিতর্কের মধ্যেই ফের এমন মন্তব্য করলেন আর এক বিজেপি নেতা।

Advertisement

সংবাদ সংস্থা

পটনা শেষ আপডেট: ২১ নভেম্বর ২০১৭ ১৫:২৪
Share:

নিত্যানন্দ রাই। ফাইল ছবি।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দিকে কেউ আঙুল তুললে আঙুল কেটে ফেলা উচিত। এমন হুমকি বিহার বিজেপির সভাপতি নিত্যানন্দ রাইয়ের। সোমবার একটি অনুষ্ঠানে ভাষণ দেওয়ার সময় এমন মন্তব্য করেন তিনি। নিত্যানন্দ বিজেপি সভাপতিই শুধু নন, বিহার থেকে নির্বাচিত বিজেপি সাংসদও বটে। দিন কয়েক আগেই পদ্মাবতী ইস্যুতে দীপিকা পাড়ুকোনের মাথা কেটে আনলে পুরস্কার দেওয়ার কথা ঘোষণা করেছিলেন হরিয়ানার বিজেপি নেতা সুরজ পাল আমু। সেই বিতর্কের মধ্যেই ফের এমন মন্তব্য করলেন আর এক বিজেপি নেতা।

Advertisement

বৈশ্য ও কানু সমাজের একটি অনুষ্ঠান চলছিল। তখন মঞ্চে বিহারের উপ-মুখ্যমন্ত্রী সুশীলকুমার মোদী। সমাবেশে ভাষণ দিচ্ছিলেন সাংসদ নিত্যানন্দ রাই। নিম্নবিত্ত পরিবার থেকে নরেন্দ্র মোদীর উঠে আসার কথা বলছিলেন সাংসদ। তাঁর কথায়: ‘‘আপনাদের ঘরের ছেলে দারিদ্র থেকে উঠে এসে আজ প্রধানমন্ত্রী হয়েছেন। সব রকম পার্থক্য ভুলে গিয়ে সকলের উচিত এই বিষয়টিকে সম্মান দেওয়া। যদি তাঁর বিরুদ্ধে কারও হাত বা আঙুল ওঠে, তবে আমাদের এক হয়ে তা ভেঙে দেওয়া উচিত, দরকারে কেটে ফেলা উচিত।’’

আরও পড়ুন: তাজমহল নিয়ে সুপ্রিম খোঁচা এ বার যোগীকে

Advertisement

বিজেপি নেতার এই মন্তব্যের পরই শুরু হয়েছে সমালোচনা। তীব্র নিন্দা করেছেন আরজেডি সুপ্রিমো লালুপ্রসাদ যাদব-সহ বিরোধীরা। যদিও বিজেপি সহযোগী জেডিইউ বিষয়টিকে হালকা করার চেষ্টা করেছে। তাদের বক্তব্য, বিজেপি সভাপতির আবেগকে গুরুত্ব দেওয়া উচিত, তাঁর ব্যবহার করা শব্দে নয়।

আরও পড়ুন: দীপিকাদের ‘মুন্ডু কাটলে ১০ কোটি’, ঘোষণা বিজেপি নেতার

শেষ পর্যন্ত অবশ্য চাপে পড়ে ক্ষমা চেয়ে নেন ওই বিজেপি নেতা। সংবাদ সংস্থা পিটিআইকে তিনি বলেন, ‘‘আঙুল ভেঙে দেওয়া বা হাত কেটে নেওয়ার কথাটি প্রবাদ হিসেবে ব্যবহার করেছিলাম। আমি দুঃখপ্রকাশ করছি এবং এই বক্তব্য প্রত্যাহার করছি।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন