চপার কাণ্ডে ফের চার্জশিট

প্রথমটি পেশ হয়েছিল ২০১৪-র নভেম্বরে। অগুস্তাওয়েস্টল্যান্ড কপ্টার ঘুষ-কাণ্ডে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) বুধবার দ্বিতীয় চার্জশিট পেশ করল সংস্থাটির তিন মধ্যস্থতাকারীর বিরুদ্ধে।

Advertisement
শেষ আপডেট: ১৬ জুন ২০১৬ ১০:০২
Share:

প্রথমটি পেশ হয়েছিল ২০১৪-র নভেম্বরে। অগুস্তাওয়েস্টল্যান্ড কপ্টার ঘুষ-কাণ্ডে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) বুধবার দ্বিতীয় চার্জশিট পেশ করল সংস্থাটির তিন মধ্যস্থতাকারীর বিরুদ্ধে। ব্রিটিশ নাগরিক ক্রিশ্চিয়ান মিচেল জেমস যাঁদের অন্যতম। গোয়েন্দারা মনে করছেন, তিন মধ্যস্থতাকারীকে জেরা করলে ওই ঘুষের টাকা কোথায় কোথায় পৌঁছেছিল তা বোঝা যেতে পারে। সিবিআইও হাতে চায় এদের। ইতালির আদালতে চপার-দুর্নীতি নিয়ে মামলার সূত্রে সম্প্রতি সনিয়া গাঁধী ও তাঁর রাজনৈতিক সচিব আহমেদ পটেলের নাম উঠে এলেও শাসক শিবির বুঝতে পারছে, ঘুষের টাকার হদিস না পাওয়া পর্যন্ত কারও বিরুদ্ধে স্পষ্ট অভিযোগ আনা সম্ভব নয়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement