Waqf Board

ওয়াকফ: মুসলিমদের পাশে দাঁড়ানোর বার্তা খ্রিস্টান নেতাদের

তৃণমূলের রাজ্যসভার দলনেতা ডেরেক ও'ব্রায়েন, কংগ্রেস সাংসদ হিবি ইডেন, ডিন কুরিয়াকোস, আন্তো অ্যান্টনি, সিপিআই(এম) সাংসদ জন ব্রিটাস প্রমুখেরা বৈঠকে অংশ নিয়েছিলেন এই সম্মেলনে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৯ ডিসেম্বর ২০২৪ ০৫:৪৭
Share:

গ্রাফিক: আনন্দবাজার অনলাইন।

খ্রিস্ট ধর্মাবলম্বীদের ওয়াকফ সংশোধনী বিলের প্রশ্নে মুসলিমদের পাশে দাঁড়ানো উচিত বলে মন্তব্য করলেন খ্রিস্টান সাংসদেরা। রাজধানীতে অনুষ্ঠিত ক্যাথলিক বিশপদের এক সম্মেলনে খ্রিস্টান সাংসদেরা বলেন, এ ক্ষেত্রে খ্রিস্টানদের নীতিগত ভাবে এই অবস্থান নেওয়া উচিত। কারণ, এই বিল সংবিধানে বর্ণিত সংখ্যালঘুদের অধিকারে আঘাত আনছে।

তৃণমূলের রাজ্যসভার দলনেতা ডেরেক ও'ব্রায়েন, কংগ্রেস সাংসদ হিবি ইডেন, ডিন কুরিয়াকোস, আন্তো অ্যান্টনি, সিপিআই(এম) সাংসদ জন ব্রিটাস প্রমুখেরা বৈঠকে অংশ নিয়েছিলেন এই সম্মেলনে। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী জর্জ কুরিয়ানও পরে বৈঠকে যোগ দেন।

সংখ্যালঘুদের বিরুদ্ধে বিশেষত খ্রিস্টানদের বিরুদ্ধে ক্রমবর্ধমান আক্রমণ, হুমকি এবং খ্রিস্টান প্রতিষ্ঠানগুলির বিরুদ্ধে 'ফরেন কন্ট্রিবিউশন রেগুলেশন অ্যাক্ট'-এর (এফসিআরএ) অপব্যবহার, নিজেদের অধিকারের সুরক্ষায় খ্রিস্টান সাংসদদের ভূমিকা কী হবে, তা-ই ঠিক করাই ছিল এই আলোচনার লক্ষ্য। সূত্রের খবর, একাধিক বিরোধী সাংসদ ওয়াকফ সংশোধনী বিলের কিছু সুপারিশের প্রতি তীব্র আপত্তি জানিয়েছেন। যা এখন যৌথ সংসদীয় কমিটির বিবেচনাধীন।

বৈঠকে উপস্থিত কেরলের এক সাংসদ সংবাদ সংস্থাকে জানিয়েছেন, লোকসভা এবং দশ রাজ্যের বিধানসভায় অ্যাংলো ইন্ডিয়ানদের (খ্রিস্টানদের) আসন বাতিল করার বিষয়টিও বৈঠকে ওঠে। সাম্প্রতিক সময়ে কিছু কিছু খ্রিস্টান প্রতিষ্ঠানকে নিশানা করে 'ফরেন কন্ট্রিবিউশন রেগুলেশন অ্যাক্ট' (এফসিআরএ) লাইসেন্স বাতিল করা হচ্ছে, সে বিষয়েও আলোচনা হয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন