Fight

জেলের মধ্যেই মোবাইল নিয়ে মারামারি বন্দিদের

ঘটনার জেরে পাঁচজন বন্দি মারাত্মক ভাবে আহত হয়েছে। তাঁদের হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

Advertisement

সংবাদ সংস্থা 

শেষ আপডেট: ০৮ মে ২০১৯ ১৪:০২
Share:

সংশোধনাগার। ছবি শাটারস্টক।

একটি মোবাইল ফোন ঘিরে জেলের মধ্যেই মারামারিতে জড়িয়ে পড়ল বন্দিরা। সোমবার রাতে এই ঘটনা ঘটেছে লুধিয়ানার বোরস্টাল সংশোধনাগারে। ঘটনার জেরে পাঁচজন বন্দি মারাত্মক ভাবে আহত হয়েছে। তাঁদের হাসপাতালে ভর্তি করানো হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছেন জেল কর্তৃপক্ষ।

Advertisement

চুরির মামলায় দোষী সাব্যস্ত এক আসামীর কাছে মোবাইল ছিল। সোমবার রাতে তাঁর কাছ থেকে সেই মোবাইল চায় জেলের অন্যান্য বন্দিরা। কিন্তু সেই মোবাইল দিতে অস্বীকার করে ওই বন্দি জানায়, তাঁর কাছে কোনও মোবাইল ফোন নেই। এই কথা বলার পরই নিজের সেলের দিকে হাঁটা শুরু করে সে।

এর পরই মোবাইল নিয়ে বচসায় জড়িয়ে পড়ে বেশ কয়েকজন বন্দি। সেই বচসা শীঘ্রই হাতাহাতিতে গড়ায়। সেলের মধ্যে হই হট্টগোল শুনে ছুটে আসে নিরাপত্তারক্ষীরা। তাঁরা এসে গণ্ডগোল থামায়। এবং আহত বন্দিদের হাসপাতালে নিয়ে যায়। ঘটনার তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছেন তাজপুর রোড পুলিশের সাব ইনস্পেকটর সুদর্শন কুমার।

Advertisement

আরও পড়ুন: বিপন্ন প্রজাতির এই ব্যাঙ বাস করত ডাইনোসরাসের যুগেও!

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement