Sadhus

Ayodhya: মন্দিরের দখল ঘিরে দু’দল সাধুর সংঘর্ষ, ‘রামজন্মভূমি’ অযোধ্যায় অভিযোগ বোমাবাজির!

অযোধ্যার কোতোয়ালি থানা জানিয়েছে, মন্দিরের আয়ের ভাগবাঁটোয়ারা ঘিরে গত দু’মাস ধরে পরিচালন সমিতির দু’গোষ্ঠীর বিবাদ চলছিল। তা নিয়েই সংঘর্ষ।

Advertisement

সংবাদ সংস্থা

অযোধ্যা শেষ আপডেট: ১৮ অগস্ট ২০২২ ১১:৩৭
Share:

প্রতীকী ছবি।

মন্দিরের দখল ঘিরে দু’দল সাধুর সংঘর্ষে অশান্তি ছড়াল রামজন্মভূমি অযোধ্যায়। বৃহস্পতিবার ভোরে নরসিংহ মন্দির চত্বরে ওই সংঘর্ষের সময় বোমা পড়ে বলেও অভিযোগ।

Advertisement

অযোধ্যা কোতোয়ালি থানা জানিয়েছে, নরসিংহ মন্দিরের আয়ের ভাগবাঁটোয়ারা নিয়ে গত দু’মাস ধরে পরিচালন সমিতির দু’গোষ্ঠীর বিবাদ চলছিল। বৃহস্পতিবার ভোরে সেই বিবাদের জেরেই সংঘর্ষ বাধে। তাতে জড়িয়ে পড়েন মন্দিরের মহন্ত, পুরোহিত এবং সাধুদের অনেকে। স্থানীয়দের একাংশ জানাচ্ছেন, ভোর ৪টে নাগাদ গোলমাল শুরু হওয়ার পর মন্দির চত্বর থেকে শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে। যা সম্ভবত বোমার।

কোতোয়ালি থানার সার্কল ইনস্পেক্টর রাজেশ তিওয়ারি অবশ্য বোমাবাজির খবর অস্বীকার করেছেন। সংবাদ সংস্থা পিটিআই-কে তিনি বলেন, ‘‘প্রাথমিক তদন্তে মনে হচ্ছে শক্তিশালী পটকা জাতীয় কিছু ফাটানো হয়েছে। সংঘর্ষের খবর পেয়েই পুলিশকর্মীরা গিয়ে দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। কয়েক জনকে আটক করা হয়।ঘটনার তদন্ত শুরু হয়েছে। তবে বিবদমান কোনও পক্ষই এখনও থানায় কোনও এফআইআর করেনি।’’

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন