Student Death

ধর্ষণে অন্তঃসত্ত্বা হয়ে পড়ে দশম শ্রেণির ছাত্রী, সন্তান জন্ম দিতে গিয়ে মৃত্যু, হুলস্থুল অন্ধ্রপ্রদেশে

জানা গিয়েছে, ঘটনাটি চিত্তুর জেলার। অভিযুক্তকে এখনও ধরতে পারেনি পুলিশ। তাঁর খোঁজে তল্লাশি চালানো হচ্ছে। পুলিশ সূত্রে খবর, ওই পড়ুয়া পুত্রসন্তানের জন্ম দিয়েছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১৮ ফেব্রুয়ারি ২০২৫ ১৫:৫৫
Share:

সন্তান জন্ম দিতে গিয়ে পড়ুয়ার মৃত্যু। প্রতীকী ছবি।

পরিচিতের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ উঠেছিল। সেই ঘটনায় অন্তঃসত্ত্বা হয়ে পড়ে দশম শ্রেণির এক ছাত্রী। সন্তান জন্ম দিতে গিয়ে রবিবার মৃত্যু হল সেই পড়ুয়ার। আর এই ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে অন্ধ্রপ্রদেশে।

Advertisement

জানা গিয়েছে, ঘটনাটি চিত্তুর জেলার। অভিযুক্তকে এখনও ধরতে পারেনি পুলিশ। তাঁর খোঁজে তল্লাশি চালানো হচ্ছে। পুলিশ সূত্রে খবর, ওই পড়ুয়া পুত্রসন্তানের জন্ম দিয়েছে। প্রসবের পরই তার শারীরির অবস্থার অবনতি হয়। রক্তাল্পতা এবং শ্বাসকষ্টের সমস্যা বাড়ে। দ্রুত তার শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে। তিরুপতির হাসপাতালে স্থানান্তরিত করা হয় পড়ুয়াকে। কিন্তু শেষরক্ষা হয়নি।

অভিযুক্তের বিরুদ্ধে পকসো আইনে মামলা রুজু করেছে পুলিশ। অভিযুক্তের বিরুদ্ধে অপহরণের মামলাও রুজু করা হয়। তদন্তকারী এক আধিকারিক জানিয়েছেন, অভিযুক্ত ব্যক্তি ওই পড়ুয়ার পূর্ব পরিচিত। তাঁর খোজে পুলিশের কয়েকটি দল গঠন করা হয়েছে।

Advertisement

গত সপ্তাহেই এক ইঞ্জিনিয়ারিং পড়ুয়াকে ধর্ষণের অভিযোগ ওঠে রাজ্যের এনটিআর জেলায়। নির্যাতিতার অভিযোগ, তাঁকে নিজের বাড়িতে ডেকে ধর্ষণ করেন অভিযুক্ত যুবক। সেখানে যুবকের কয়েক জন বন্ধুও ছিলেন। সকলকেই গ্রেফতার করা হয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement