National News

দেহরাদূনের বোর্ডিংয়ে দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করল তারই সিনিয়ররা!

ছাত্রীটির বোন গোটা বিষয়টি তার বাবা-মাকে জানানোর পরই শোরগোল পড়ে যায়। চার ছাত্রের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনে মামলা দায়ের করেন তাঁরা।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৮ সেপ্টেম্বর ২০১৮ ১৪:০৮
Share:

গ্রাফিক: তিয়াসা দাস।

দশম শ্রেণির এক ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ উঠলতারই সিনিয়রদের বিরুদ্ধে। দেহরাদূনের একটি বোর্ডিং স্কুলের ঘটনা।

Advertisement

ওই বোর্ডিংয়েই বোনের সঙ্গে থাকত বছর ষোলোর কিশোরী। অভিযোগ, গত ১৪ অগস্ট স্বাধীনতা দিবসের প্রস্তুতি উপলক্ষে তাকে বোর্ডিংয়েরই স্টোররুমে ডেকে নিয়ে যায় চার সিনিয়র ছাত্র। সেখানেই ছাত্রীটিকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ। অন্তঃসত্ত্বা হয়ে পড়ে সে।

অন্তঃসত্ত্বা হয়ে পড়ার ঘটনাটি ছাত্রীটি তার দিদিকে জানিয়েছিল। তার পরই ধর্ষণের বিষয়টি সামনে আসে। অভিযোগ, স্কুল কর্তৃপক্ষের কাছে ওই ছাত্রী বিষয়টি জানিয়ে সুবিচার চায়। কিন্তু ব্যবস্থা নেওয়া তো দূরের কথা, স্কুলের কর্মীরা বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন। শুধু তাই নয়, বিষয়টি যাতে পাঁচ কান না হয়, গোপনে ছাত্রীটিকে গর্ভপাত করানোর জন্য নার্সিংহোমে নিয়ে যাওয়া হয়।

Advertisement

আরও পড়ুন: কৃতী ছাত্রীকে ধর্ষণের রেশ কাটতে না কাটতেই হরিয়ানায় ফের লালসার শিকার মহিলা

ছাত্রীর দিদি গোটা বিষয়টি তার বাবা-মাকে জানানোর পরই শোরগোল পড়ে যায়। চার ছাত্রের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনে মামলা দায়ের করেন তাঁরা। বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করায় স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধেও মামলা দায়ের করা হয়। পুলিশ স্কুলের চার কর্মীকে গ্রেফতার করেছে। আটক করা হয়েছে অভিযুক্ত চার ছাত্রকে।

উত্তরাখণ্ড পুলিশের এডিজি অশোক কুমার বলেন, “এক মাস আগের ঘটনা এটি। এখন প্রকাশ্যে এল। স্কুল কর্তৃপক্ষ বিষয়টি চাপা দেওয়ার চেষ্টা করেছিল।”

আরও পড়ুন: মু্খ্যসচিব নিগ্রহের ঘটনায় সমন কেজরীদের বিরুদ্ধে

রাজ্যের শিশু সুরক্ষা ও অধিকার কমিশনের চেয়ারপার্সন উষা নেগি ছাত্রীর সঙ্গে কথা বলেন। নেগির অভিযোগ, স্কুল প্রশাসক ও তাঁর স্ত্রী গর্ভপাতের জন্য ছাত্রীটিকে ওষুধ মেশানো পানীয় খাইয়েছিলেন।

(কাশ্মীর থেকে কন্যাকুমারী, গুজরাত থেকে মণিপুর - দেশের সব রাজ্যের গুরুত্বপূর্ণ খবর জানতে আমাদের দেশ বিভাগে ক্লিক করুন।)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement