Ragging in Kerala School

আবার কেরল, মেডিক্যাল কলেজের পর স্কুল! দাদাদের ‘সম্মান’ না করায় হাত ভেঙে দেওয়া হল ছাত্রের

এই ঘটনায় পাঁচ ছাত্রের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে পুলিশ। অভিযুক্তদের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১৪ ফেব্রুয়ারি ২০২৫ ১৮:২৫
Share:

র‌্যাগিংয়ের শিকার একাদশ শ্রেণির ছাত্র। ভেঙে দেওয়া হল হাত। প্রতীকী ছবি।

মেডিক্যাল কলেজে জুনিয়রদের র‌্যাগিংয়ের ঘটনার রেশ কাটতে না কাটতেই স্কুলে র‌্যাগিংয়ের ঘটনা ঘটল। আবারও ঘটনাস্থল সেই কেরল। কান্নুর জেলার একটি স্কুলে সিনিয়রদের ‘সম্মান’ না করার ‘অপরাধে’ একাদশ শ্রেণির এক ছাত্রের হাত ভেঙে দেওয়ার অভিযোগ উঠল।

Advertisement

এই ঘটনায় পাঁচ ছাত্রের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে পুলিশ। অভিযুক্তদের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে। প্রাথমিক তদন্তের পর পুলিশ জানিয়েছে, একাদশ শ্রেণির ওই ছাত্রকে প্রথমে বেধড়ক মারধর করা হয়। তার পর তার হাত ভেঙে দেওয়া হয়। দু’দিন আগেই কেরলের এক মেডিক্যাল কলেজে প্রথম বর্ষের পড়ুয়াদের উপর অত্যাচারের অভিযোগ ওঠে সিনিয়রদের বিরুদ্ধে।

সেই ঘটনায় পাঁচ ছাত্রকে গ্রেফতার করেছে পুলিশ। কলেজ থেকেও তাঁদের বহিষ্কার করা হয়েছে। অভিযুক্তেরা সকলেই কোট্টয়মের নার্সিং কলেজের তৃতীয় বর্ষের ছাত্র। কেরলের ওই মেডিক্যাল কলেজের জুনিয়র ছাত্রদের অভিযোগ, গত বছরের নভেম্বর মাস থেকে এই র‌্যাগিং শুরু হয়েছে। ওই সময়েই কলেজে প্রথম বর্ষের ছাত্রদের ক্লাস শুরু হয়। তিন মাস ধরে জুনিয়রদের উপর অকথ্য অত্যাচার করেন সিনিয়র ছাত্রেরা। র‌্যাগিংয়ের ভিডিয়ো তুলে তাঁরা নিজের ফোনে রেখে দিতেন বলেও দাবি করেছেন জুনিয়ররা।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement