শিক্ষকের চড়ে দৃষ্টিশক্তি খোয়াল পঞ্চম শ্রেণির ছাত্র

স্কুল থেকে বাড়ি ফিরে মা-বাবাকে ছোট্ট সাফান জানায়, সে ডান চোখে ঝাপসা দেখছে। তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা জানান,  ডান চোখের ঝিল্লি ফেটে গিয়ে সাফান প্রায় ৯০ শতাংশ দৃষ্টিহীন হয়ে পড়েছে।

Advertisement

সংবাদ সংস্থা

মেরঠ শেষ আপডেট: ০৮ অক্টোবর ২০১৭ ১৯:২০
Share:

সাফান খান। ছবি: সংগৃহীত।

শিক্ষকের চড়ে এক চোখের দৃষ্টিশক্তিই হারিয়ে ফেলল পঞ্চম শ্রেণির এক ছাত্র। এমনই এক ঘটনা ঘটেছে উত্তরপ্রদেশের মেরঠের শারদান স্কুলে।

Advertisement

বৃহস্পতিবারের এই ঘটনা সামনে আসতে চাঞ্চল্য ছড়িয়েছে। কী হয়েছিল সে দিন? পরিবারের অভিযোগ, ওইদিন ক্লাসে সহপাঠীর কাছে থেকে থাকা নিতে গিয়েছিল পঞ্চম শ্রেণির ছাত্র সাফান খান। অভিযোগ, বিনা অনুমতিতে আসন ছেড়ে ওঠার জন্য পিছন থেকে এসে তার গালে সজোরে চড় কষান শিক্ষক।

আরও পড়ুন: বিধবা বিবাহ করলে দু’লক্ষ টাকা, প্রকল্প আনছে মধ্যপ্রদেশ

Advertisement

স্কুল থেকে বাড়ি ফিরে মা-বাবাকে ছোট্ট সাফান জানায়, সে ডান চোখে ঝাপসা দেখছে। তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা জানান, ডান চোখের ঝিল্লি ফেটে গিয়ে সাফান প্রায় ৯০ শতাংশ দৃষ্টিহীন হয়ে পড়েছে। আরও অভিযোগ, বিষয়টি স্কুলে জানাতে গেলে কর্তৃপক্ষ তাঁদের সঙ্গে দুর্ব্যবহার করে। তার পরই স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন সাফানের বাবা রিজওয়ান খান। তাঁর প্রশ্ন, নামী স্কুলে মোটা বেতনে ছেলেকে ভর্তি করেও কেন এই অবস্থার সম্মুখীন হতে হল তাঁর ছেলেকে। তদন্তে নেমে শারদান স্কুলে গিয়ে জিজ্ঞাসাবাদও শুরু করেছে পুলিশ। তবে এখনও এই ঘটনা সম্পর্কে মুখে কুলুপ শারদান স্কুল কর্তৃপক্ষের।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন