arvind kejriwal

Delhi: অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত দিল্লির কৃষকদের প্রতি হেক্টরে ৫০ হাজার টাকা দেবেন কেজরী

সাংবাদিক বৈঠকে কেজরীবালের দাবি, হেক্টর পিছু ৫০ হাজার টাকা করে ক্ষতিপূরণের হার দেশের সব রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে সর্বোচ্চ।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ২০ অক্টোবর ২০২১ ১৬:৫১
Share:

অরবিন্দ কেজরীবাল। ফাইল চিত্র।

চলতি বছরে অতিবৃষ্টি অন্যান্য প্রাকৃতিক দুর্যোগের কারণে ক্ষতির মুখে পড়েছেন দিল্লির কৃষকেরা। বুধবার কৃষকদের ফসলের ক্ষতির জন্য ‘উপযুক্ত’ অর্থ সাহায্যের কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবাল।

সাংবাদিক বৈঠকে কেজরীবাল বলেন, ‘‘হেক্টর পিছু ৫০ হাজার টাকা করে ক্ষতিপূরণ দেবে দিল্লি সরকার। দেশের সমস্ত রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে এই হারই সর্বোচ্চ। অনেক রাজ্যই ৮ থেকে ১০ হাজার টাকা ক্ষতিপূরণ দেয়।’’

Advertisement

কেজরীবাল জানান, আগামী দু’সপ্তাহের মধ্যেই সরকারি ভাবে কৃষকদের ক্ষয়ক্ষতির সমীক্ষা হবে। তার পর ক্ষতিপূরণ দেওয়া শুরু হবে। দিল্লিতে ‘আম আদমি পার্টি’-র সরকার তৈরি হওয়ার পর ধারাবাহিক ভাবে কৃষকদের স্বার্থের দিকে নজর দেওয়া হয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন