Hemant Soren

সরকারি প্রকল্পের সুফল কতটা পেলেন রাজ্যবাসী? জেলায় ঘুরে ঘুরে দেখবেন হেমন্ত সোরেন

প্রকল্পের সুফল রাজ্যবাসী পেয়েছেন কি না, তা নিজে পরিদর্শন করবেন হেমন্ত। পাশাপাশি আচমকা জেলায় জেলায় উপস্থিত হবেন তিনি। খতিয়ে দেখবেন সকল সরকারি দফতরের কাজকর্ম।

Advertisement

সংবাদ সংস্থা

রাঁচী শেষ আপডেট: ০৯ ডিসেম্বর ২০২২ ১৯:১৪
Share:

জেলায় ঘুরে ঘুরে পরিদর্শন করবেন মুখ্যমন্ত্রী সোরেন। — ফাইল ছবি।

রাজ্যবাসীর দরজায় জরুরি পরিষেবা পৌঁছে দেওয়ার প্রকল্প শুরু করেছিল ঝাড়খণ্ড সরকার। শেষ হয়েছে সেই প্রকল্প। তা কতটা কার্যকর হয়েছে, এ বার তা নিজে খতিয়ে দেখবেন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। আর তা করার জন্য জেলায় জেলায় ঘুরবেন তিনি। সফরের মাঝে গরিবদের কম্বলও বিলি করবেন।

Advertisement

প্রকল্পের সুফল রাজ্যবাসী পেয়েছেন কি না, তা নিজে পরিদর্শন করবেন হেমন্ত। পাশাপাশি আচমকা জেলায় জেলায় উপস্থিত হবেন তিনি। খতিয়ে দেখবেন সকল সরকারি দফতরের কাজকর্ম। জেলার স্কুল, স্বাস্থ্যকেন্দ্র, হাসপাতাল, ভূমি রাজস্ব দফতর, অঙ্গনওয়াড়ি কেন্দ্র দেখবেন তিনি। সেই সব দফতর সাধারণ মানুষকে পরিষেবা দিতে পারছে কি না, পরখ করবেন। কথা বলবেন সরকারি আধিকারিকদের সঙ্গে। রাস্তা এবং সেতুর অবস্থাও খতিয়ে দেখবেন।

সরকারের অন্য প্রকল্পগুলির সুবিধা সাধারণ মানুষ কতটা পাচ্ছেন, তা-ও দেখবেন হেমন্ত। যেমন সাবিত্রীবাঈ ফুলে কিশোরী সমৃদ্ধি যোজনা, মুখ্যমন্ত্রী নিয়োগ প্রজন্ম প্রকল্প (সিএমইজিপি), পশুধন যোজনা, সর্বধন পেনশন যোজনার মতো প্রকল্প থেকে সাধারণ মানুষ কতটা লাভবান, তারও খোঁজ নেবেন মুখ্যমন্ত্রী। সঙ্গে থাকবেন সরকারি আধিকারিকরা।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন