Contractual Teachers In Bihar

সরকারি কর্মীদের সমান মর্যাদা পাবেন বিহারের চুক্তিভিত্তিক শিক্ষকেরা, সিদ্ধান্ত নীতীশ সরকারের

মঙ্গলবার মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের উপস্থিতিতে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে বিহারের সাড়ে তিন লক্ষের বেশি চুক্তিভিত্তিক শিক্ষককে ‘স্থায়ী সরকারি কর্মীর মর্যাদা’ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ২৬ ডিসেম্বর ২০২৩ ২২:৫০
Share:

বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। —ফাইল চিত্র।

লোকসভা ভোটের আগে বড় সিদ্ধান্ত নিল বিহারের ‘মহাগঠবন্ধন’ সরকার। মঙ্গলবার মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের উপস্থিতিতে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে বিহারের সাড়ে তিন লক্ষের বেশি চুক্তিভিত্তিক শিক্ষককে ‘স্থায়ী সরকারি কর্মীর মর্যাদা’ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Advertisement

লোকসভা ভোটের আগে বিহারে জেডিইউ-আরজেডি-কংগ্রেস-বামেদের ‘মহাগঠবন্ধন’ সরকারের এই সিদ্ধান্ত ‘নির্ণায়ক’ হয়ে উঠতে পারে বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশ। বাংলার মতোই বিহারেও চুক্তিভিত্তিক শিক্ষকেরা স্থায়ী চাকরির দাবি জানাচ্ছিলেন।

বিহার সরকার সম্প্রতি নতুন করে শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত নেওয়ায়, আন্দোলনে নেমেছিলেন চুক্তিভিত্তিক শিক্ষকরা। সরকারি কর্মীদের মতো মর্যাদা ও সুযোগ-সুবিধার দাবি তুলেছিলেন তাঁরা। মঙ্গলবার সেই দাবি মেনে নেওয়ার কথা জানাল নীতীশ সরকার। তবে শর্ত একটাই— সরকারি কর্মীদের মতো মর্যাদা ও সুযোগ-সুবিধা পেতে হলে একটি পরীক্ষায় বসে যোগ্যতামান ছুঁতে হবে চুক্তিভিত্তিক শিক্ষকদের।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন