Winter in India

ছয় রাজ্যে শৈত্যপ্রবাহের সতর্কতা, ঠান্ডায় ১০ বছরের রেকর্ড ভাঙল মধ্যপ্রদেশের ইনদওর! ১০ ডিগ্রির নীচে রাজস্থানের নয় শহর

আবহাওয়া দফতর জানিয়েছে, ভোপাল, ইনদওর, সীহোর, শাজাপুর, রাজগঢ়-সহ বহু জেলায় শুক্রবার শৈত্যপ্রবাহের পরিস্থিতি তৈরি হবে। ভোপালে লাগাতার ছ’দিন ধরে শৈত্যপ্রবাহ চলছে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১২ ডিসেম্বর ২০২৫ ১২:৫৮
Share:

শীতের দাপট উত্তর এবং উত্তর-পশ্চিম ভারত জুড়ে। ছবি: পিটিআই।

উত্তর, উত্তর-পশ্চিম এবং মধ্য ভারতের রাজ্যগুলিতে কামড় বসাতে শুরু করেছে শীত। মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, কর্নাটক, তেলঙ্গানা, ছত্তীসগঢ় এবং ওড়িশায় শৈত্যপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। অন্য দিকে, ঘন কুয়াশার সতর্কতা জারি করা হয়েছে হিমাচল প্রদেশ, পঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি, উত্তরপ্রদেশ, অসম, মেঘালয়, ত্রিপুরা, মিজ়োরাম, মণিপুর এবং নাগাল্যান্ডে।

Advertisement

ডিসেম্বরের শুরুতেই মধ্যপ্রদেশের বেশির ভাগ জায়গায় তাপমাত্রা ১০ ডিগ্রির নীচে নেমে গিয়েছে। তবে এখনও পর্যন্ত মধ্যপ্রদেশে ঠান্ডায় সমস্ত রেকর্ড ভেঙে দিয়েছে ইনদওর। আবহাওয়াবিদেরা জানিয়েছেন, বৃহস্পতিবার রাতে এই শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৪.৫ ডিগ্রি সেলসিয়াস। যা গত ১০ বছরের রেকর্ড ভেঙে দিয়েছে। শৈলশহর পাঁচমারিতে সবচেয়ে বেশি ঠান্ডা পড়ে। কিন্তু এ বার পাঁচমারিকেও ছাপিয়ে গিয়েছে ইনদওর।

আবহাওয়া দফতর জানিয়েছে, ভোপাল, ইনদওর, সীহোর, শাজাপুর, রাজগঢ়-সহ বহু জেলায় শুক্রবার শৈত্যপ্রবাহের পরিস্থিতি তৈরি হবে। ভোপালে লাগাতার ছ’দিন ধরে শৈত্যপ্রবাহ চলছে। বৃহস্পতিবারেও এই জেলাগুলিতে শৈত্যপ্রবাহের পরিস্থিতি ছিল। রাজ্যের অনেক জায়গাতেই সর্বনিম্ন তাপমাত্রা ৩-৭ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করছে। রাজ্যের পাঁচ বড় শহর ভোপাল, গ্বালিয়র, জবলপুর, উজ্জয়িনী এবং ইনদওরে সর্বনিম্ন তাপমাত্রা আগের বছরের চেয়েও কম।

Advertisement

উত্তরাখণ্ডের উঁচু এলাকায় গত কয়েক দিন ধরেই তুষারপাত হচ্ছে। শীতের দাপটে নদী এবং ঝর্নার জল জমে গিয়েছে। এমনকি পিথোরাগড় এবং চমোলীতে গৃহস্থের পানীয় জলের পাইপেও জল জমে যাচ্ছে বলে স্থানীয় সূত্রে খবর। হরিদ্বার, হলদওয়ানি এবং রুদ্রপুরে ঘন কুয়াশার সতর্কতা জারি করা হয়েছে। রবিবার তিন জেলায় তুষারপাত এবং বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

অন্য দিকে, রাজস্থানের নয় শহরে তাপমাত্রা ৯ ডিগ্রি সেলসিয়াসের নীচে নেমে গিয়েছে। সীকরের ফতপুরে সবচেয়ে কম। ৪ ডিগ্রি সেলসিয়াস। তার পর রয়েছে নগৌর (৫ ডিগ্রি) লুণকরণসরে ৫.৬ ডিগ্রি এবং রাজধানী জয়পুরে ১০ ডিগ্রি সেলসিয়াস। ছত্তীসগঢ়ের সাত শহরে বৃহস্পতিবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১০ ডিগ্রির নীচে। আবহাওয়া দফতর জানিয়েছে, সরগুজা, দুর্গ, বিলাসপুর এবং রায়পুর-সহ বেশ কয়েকটি জেলায় দু’দিন শৈত্যপ্রবাহ চলবে। হরিয়ানাতেও বেশ কয়েকটি জায়গায় তাপমাত্রা ২ ডিগ্রি সেলসিয়াসে নেমেছে। যার জেরে শৈত্যপ্রবাহের পরিস্থিতি তৈরি হয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement