Ragging in Andhra Pradesh

ফের হস্টেলে র‌্যাগিং! প্রথম বর্ষের ছাত্রকে বেধড়ক মারধর, বিদ্যুতের শক অন্ধ্রপ্রদেশে, কাঠগড়ায় পাঁচ

ঘটনাটি ঘটেছে অন্ধ্রপ্রদেশের পালনাডু জেলার দাচেপল্লি সরকারি জুনিয়র কলেজে। সম্প্রতি প্রথম বর্ষের ওই পড়ুয়াকে কলেজেরই একদল সিনিয়র ছাত্র হস্টেলে ডেকে নিয়ে যান। অভিযোগ, সেখানেই তাঁকে বেধড়ক মারধর করা হয়।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১০ অগস্ট ২০২৫ ১৭:০৮
Share:

— প্রতিনিধিত্বমূলক চিত্র।

হস্টেলে ডেকে নিয়ে গিয়ে প্রথম বর্ষের পড়ুয়াকে বেধড়ক মারধরের অভিযোগ উঠল অন্ধ্রপ্রদেশের কলেজে! মাটিতে ফেলে লাথি, ঘুষি মারার পাশাপাশি ওই ছাত্রকে বিদ্যুতের শক দেওয়া হয় বলেও অভিযোগ। বার বার হাতজোড় করে কাকুতিমিনতি করলেও ‘সিনিয়র’দের মন গলেনি। উল্টে গোটা ঘটনার ভিডিয়ো সমাজমাধ্যমেও ছড়িয়ে দেওয়া হয়।

Advertisement

ওই ঘটনায় ইতিমধ্যেই নিগৃহীত পড়ুয়ার পরিবারের তরফে অভিযুক্ত পাঁচ ছাত্রের নামে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনাটি ঘটেছে অন্ধ্রপ্রদেশের পালনাডু জেলার দাচেপল্লি সরকারি জুনিয়র কলেজে। সম্প্রতি প্রথম বর্ষের ওই পড়ুয়াকে কলেজেরই একদল সিনিয়র ছাত্র হস্টেলে ডেকে নিয়ে যান। অভিযোগ, সেখানেই তাঁকে বেধড়ক মারধর করা হয়। বিদ্যুতের শকও দেওয়া হয় বলে অভিযোগ। ঘটনার একটি ভিডিয়ো ইতিমধ্যেই সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে (ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)। তাতে সিনিয়রদের কাছে হাতজোড় করে কাকুতিমিনতি করতেও দেখা গিয়েছে নিগৃহীত ছাত্রকে। তার পরেও মারধর থামেনি। ওই ছাত্রকে মাটিতে ফেলে কিল, ঘুষি, লাথি মারতে থাকেন বাকিরা। খুনের হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ।

প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, অভিযুক্তেরা সকলেই কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র। এ ছাড়া, কলেজের বাইরের এক তরুণও এই হামলায় সহায়তা করেছিলেন বলে খবর। অভিযুক্তদের বেশির ভাগই নাবালক। ঘটনায় আরও তদন্ত শুরু করেছে পুলিশ। অভিযুক্ত প়়ড়ুয়াদের খোঁজ চলছে। অন্য দিকে, কলেজের হস্টেলে র‍্যাগিংয়ের ওই ঘটনার প্রতিবাদে বিভিন্ন ছাত্রসংগঠন বিক্ষোভ দেখিয়েছে। তবে এ বিষয়ে কলেজ কর্তৃপক্ষের তরফে এখনও পর্যন্ত কোনও বিবৃতি দেওয়া হয়নি।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement