Lucknow

মাঝরাস্তায় পথকুকুরের সঙ্গে সঙ্গম! ভিডিয়ো করে ছড়িয়ে দিলেন বন্ধু, উত্তরপ্রদেশে গ্রেফতার যুবক

অভিযুক্ত যুবকের নাম সোনু বিশ্বকর্মা। ২৪ বছর বয়সি ওই যুবক লখনউয়েরই বাসিন্দা। অভিযোগ, খাবারের প্রলোভন দেখিয়ে মাঝরাস্তায় এক পথকুকুরের সঙ্গে সঙ্গম করেছিলেন সোনু।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৯ অগস্ট ২০২৫ ২০:৪৩
Share:

— প্রতিনিধিত্বমূলক চিত্র।

খাবারের লোভ দেখিয়ে মাঝরাস্তায় পথকুকুরকে ‘ধর্ষণ’ করলেন যুবক। পাশে দাঁড়িয়ে গোটা ঘটনার ভিডিয়ো করলেন বন্ধু। সম্প্রতি উত্তরপ্রদেশের লখনউতে ঘটনাটি ঘটেছে। ইতিমধ্যে ওই যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত যুবকের নাম সোনু বিশ্বকর্মা। ২৪ বছর বয়সি ওই যুবক লখনউয়েরই বাসিন্দা। অভিযোগ, খাবারের প্রলোভন দেখিয়ে মাঝরাস্তায় এক পথকুকুরের সঙ্গে সঙ্গম করেছিলেন সোনু। গোটা ঘটনাটি রেকর্ড করছিলেন তাঁরই এক বন্ধু। পরে সেই ভিডিয়ো সমাজমাধ্যমে ছড়িয়ে পড়ে (ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম), যা ব্যাপক ক্ষোভের সৃষ্টি করে। শেষমেশ সেই ভিডিয়োর সূত্র ধরেই যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ভিডিয়ো ‘ভাইরাল’ হতেই গত ৭ অগস্ট গোমতীনগর পুলিশের কাছে এ বিষয়ে অভিযোগ দায়ের করে বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থা ‘আসরা- দ্য হেল্পিং হ্যান্ডস’। অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে পুলিশ। শেষমেশ যুবককে শনাক্ত করে গ্রেফতার করা হয়। ওই এনজিও-র সভাপতি চারু খারে জানিয়েছেন, অভিযুক্ত যুবক একটি পথকুকুরকে খাবারের লোভ দেখিয়ে ধর্ষণ করছিলেন। পথচারীরা বিষয়টি দেখতে পেয়ে প্রতিবাদ করেন। তাঁরাই যুবককে থামিয়ে কুকুরটিকে উদ্ধার করেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement