News of the Day

সুপ্রভাত, আজ: কী হচ্ছে, কী হবে, নজরে ৮

আবার আপ লাইনে করমণ্ডল এক্সপ্রেস। বালেশ্বর ট্রেন দুর্ঘটনার পরবর্তী পরিস্থিতি। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল। হুগলিতে অভিষেকের ‘জনসংযোগ যাত্রা’।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০৭ জুন ২০২৩ ০৭:০২
Share:

বুধবার আবার আপ লাইনে করমণ্ডল এক্সপ্রেস চলবে। ছবি: পিটিআই।

আবার আপ লাইনে করমণ্ডল এক্সপ্রেস

Advertisement

আজ, বুধবার আবার আপ লাইনে করমণ্ডল এক্সপ্রেস চলবে। আগের রুটেই। বালেশ্বরের কাছে বাহানগা স্টেশনের কাছে দুর্ঘটনার পর এই প্রথম ওই লাইনে ট্রেন চলাচল শুরু হবে। আজ নজর থাকবে এই সংক্রান্ত খবরের দিকে।

বালেশ্বর ট্রেন দুর্ঘটনা

Advertisement

গত শুক্রবার সন্ধ্যায় বালেশ্বরের কাছে দুর্ঘটনার কবলে পড়ে করমণ্ডল এক্সপ্রেস। মারা গিয়েছেন ২৮৮ জন। বহু মানুষ আহত। ওই ট্রেন দুর্ঘটনার তদন্ত শুরু করেছে সিবিআই এবং সিআরএস। অন্য দিকে, বাংলার হতাহতদের পরিবারকে রাজ্য ক্ষতিপূরণ দেবে। আজ নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ওই ক্ষতিপূরণ প্রদান করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নজর থাকবে এই সংক্রান্ত নানা খবরের দিকে।

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল

আজ টেস্ট বিশ্বকাপের ফাইনাল। ভারত এবং অস্ট্রেলিয়ার টেস্ট ম্যাচ রয়েছে। বিকেল ৩টে থেকে এই খেলাটি শুরু হবে। নজর থাকবে এই খেলার দিকে।

হুগলিতে অভিষেকের ‘জনসংযোগ যাত্রা’

আজ হুগলিতে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ‘জনসংযোগ যাত্রা’ রয়েছে। দুপুর ২টো নাগাদ তাঁর এই কর্মসূচিটি শুরু হওয়ার কথা। আজ নজর থাকবে এই খবরের দিকে।

গ্রাফিক: শৌভিক দেবনাথ।

কুস্তিগির নিগ্রহে আন্দোলন ও প্রতিবাদ

এক মাসেরও বেশি সময় ধরে কুস্তিগিরদের আন্দোলন ঘিরে পরিস্থিতি উত্তপ্ত হয়েছে। দেশের অন্যতম সেরা কুস্তিগির সাক্ষী মালিক, বজরং পুনিয়া ও বিনেশ ফোগাটদের সঙ্গে যা ঘটেছে তা নিয়ে বিভিন্ন মহলে নিন্দা শুরু হয়েছে। আজ এই পরিস্থিতির দিকে নজর থাকবে।

ফরাসি ওপেন

গত এক সপ্তাহ ধরে চলছে ফরাসি ওপেন। টেনিস দুনিয়ার নতুন নতুন তারকারা উঠে আসছেন। রাতের দিকে এই খেলাটি শুরু হবে। নজর থাকবে এই খেলার দিকে।

রাজ্যের আবহাওয়া কেমন?

আজও কলকাতা-সহ দক্ষিণবঙ্গে গরমের অস্বস্তি বজায় থাকবে। তাপমাত্রা বাড়বে উত্তরবঙ্গেও। আবহাওয়া দফতর জানিয়েছে, রাজ্যের তাপমাত্রা বৃদ্ধি পাবে। আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই। কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছতে পারে। আজ নজর থাকবে আবহাওয়া সংক্রান্ত খবরের দিকে।

টেট এবং এসএসসি নিয়োগ তদন্ত

টেট এবং এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় তদন্ত জারি রেখেছে সিবিআই এবং ইডি। তদন্তে প্রতি দিনই নতুন নতুন তথ্য উঠে আসছে। এর আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করেছে। গ্রেফতার করা হয়েছে ‘কালীঘাটের কাকু’কে। এই অবস্থায় তদন্তের অগ্রগতির দিকে আজ নজর থাকবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন