National News

১০ জনপথ থেকে নিখোঁজ সনিয়ার এক এসপিজি কম্যান্ডো

টাইমস অফ ইন্ডিয়ার খবর, ওই এসপিজি কম্যান্ডোর নাম রাকেশ কুমার। তিনি গত ১ সেপ্টেম্বর তাঁর সাপ্তাহিক ছুটির দিনেও কাজে হাজিরা দিতে এসেছিলেন ১০ নম্বর জনপথে। কী কারণে ছুটির দিনেও রাকেশ কুমার কাজে এসেছিলেন, দিল্লি পুলিশ এখন তা খতিয়ে দেখছে।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ০৬ সেপ্টেম্বর ২০১৭ ২১:০৫
Share:

সনিয়া গাঁধী।- ফাইল চিত্র।

দিল্লিতে ১০ নম্বর জনপথে কংগ্রেস সভানেত্রী সনিয়া গাঁধীর সরকারি বাসভবন থেকে তাঁর স্পেশ্যাল প্রোটেকশন গ্রুপের (এসপিজি) নিরাপত্তা রক্ষীদের মধ্যে এক জন রহস্যজনক ভাবে উধাও হয়ে গিয়েছেন।

Advertisement

টাইমস অফ ইন্ডিয়ার খবর, ওই এসপিজি কম্যান্ডোর নাম রাকেশ কুমার। তিনি গত ১ সেপ্টেম্বর তাঁর সাপ্তাহিক ছুটির দিনেও কাজে হাজিরা দিতে এসেছিলেন ১০ নম্বর জনপথে। কী কারণে ছুটির দিনেও রাকেশ কুমার কাজে এসেছিলেন, দিল্লি পুলিশ এখন তা খতিয়ে দেখছে।

আরও পড়ুন- খুনের পরেও আক্রমণ কমেনি কট্টরদের

Advertisement

আরও পড়ুন- গৌরী লঙ্কেশ হত্যার তীব্র নিন্দা দেশ জুড়ে, রিপোর্ট চেয়ে পাঠালেন রাজনাথ

পুলিশ জানাচ্ছে, বন্ধু, সহকর্মীদের সঙ্গে কিছু ক্ষণ কথা বলে বেলা ১১টার মধ্যেই ১০ নম্বর জনপথ ছেড়ে সে দিন বেরিয়ে গিয়েছিলেন কুমার। কিন্তু তাঁর সার্ভিস রিভলবার আর মোবাইল ফোনটি তাঁর অফিসেই রেখে গিয়েছিলেন। কুমারের স্ত্রী ও দুই সন্তান থাকেন দ্বারকায়। গত ১ সেপ্টেম্বর রাতে বাড়ি না ফেরায় তাঁর স্ত্রী ভেবেছিলেন হয়তো কুমারের ডিউটির মেয়াদ আরও বেড়েছে। কিন্তু তার পর যখন গত ৩ সেপ্টেম্বর কুমারের বাড়ির লোকজন তাঁকে মোবাইল ফোনে চেষ্টা করেও পাননি, তখন তাঁরা ভেবেছিলেন হয়তো কোনও প্রত্যন্ত, দুর্গম এলাকায় গিয়েছেন কুমার। তাই তাঁকে ফোনে পাওয়া যাচ্ছে না। তার পরেও দু’দিন কেটে যায়। কুমারের হদিশ তখনও না মেলায় তাঁর পরিবারের লোকজন যান ১০ নম্বর জনপথে। তার পর কুমারের বাবা একটি অভিযোগ দায়ের করেন থানায়।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন