Commercial Gas

বাজেট পেশের দিন বাণিজ্যিক গ্যাসের দাম বাড়ল ৪৯ টাকারও বেশি

গৃহস্থের ব্যবহারের জন্য সিলিন্ডার হয় ১৪.২ কেজির। সেই দাম সিলিন্ডার প্রতি ৮৭৯ টাকাই থাকছে।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০১ ফেব্রুয়ারি ২০২৬ ০১:২৭
Share:

—প্রতীকী চিত্র।

কেন্দ্রীয় বাজেট পেশের দিন বাণিজ্যিক গ্যাসের দাম বাড়ল ৪৯ টাকারও বেশি। যদিও গৃহস্থের জন্য গ্যাসের দাম একই থাকছে।

Advertisement

গৃহস্থের ব্যবহারের জন্য সিলিন্ডার হয় ১৪.২ কেজির। সেই দাম সিলিন্ডার প্রতি ৮৭৯ টাকাই থাকছে। তবে ১৯ কেজির বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম বাড়ছে ৪৯ টাকা ৫০ পয়সা। আগে সিলিন্ডার প্রতি দাম ছিল ১ হাজার ৮৪৪ টাকা ৫০ পয়সা। নতুন দাম হচ্ছে ১ হাজার ৮৯৩ টাকা ৫০ পয়সা।

দাম বৃদ্ধিতে মাথায় হাত পড়েছে ব্যবসায়ীদের। বাজেট পেশের সময়ে গৃহস্থের গ্যাসে ভর্তুকি নিয়ে নতুন কিছু শোনা যাবে কি না তা জানা যাবে কয়েক ঘণ্টা পরে। প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা সম্পর্কেও নতুন কিছু শোনা যাবে কি না, সে সম্পর্কেও আগাম কিছু জানা যায়নি। নয়া দাম প্রযোজ্য কলকাতার জন্য।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement