দিল্লিতে কঙ্গোর যুবককে পিটিয়ে খুন করল দুষ্কৃতীরা

খোদ দিল্লির বুকে কঙ্গোর এক যুবককে বেধড়ক পিটিয়ে পাথর, ইট দিয়ে থেঁতলে খুন করল দুষ্কৃতীরা। ঘটনাটি ঘটেছে শুক্রবার রাতে। মৃতের নাম অলিভা (২৩)। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বাড়িতে ফেরার সময় দক্ষিণ দিল্লির বসন্ত কুঞ্জ এলাকায় কয়েক জনের সঙ্গে অলিভার বচসা বাধে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২১ মে ২০১৬ ১০:৫১
Share:

খোদ দিল্লির বুকে কঙ্গোর এক যুবককে বেধড়ক পিটিয়ে পাথর, ইট দিয়ে থেঁতলে খুন করল দুষ্কৃতীরা। ঘটনাটি ঘটেছে শুক্রবার রাতে। মৃতের নাম অলিভা (২৩)। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বাড়িতে ফেরার সময় দক্ষিণ দিল্লির বসন্ত কুঞ্জ এলাকায় কয়েক জনের সঙ্গে অলিভার বচসা বাধে। দু’পক্ষের মধ্যে মারামারিও হয়। তার পর দুষ্কৃতীরা অলিভাকে তাড়া করে রাস্তায় ফেলে ব্যাপক মারধর করে। তাঁর মুখে, মাথায় পাথর-ইট দিয়ে মারা হয়। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে তাঁকে হাসপাতালে নিয়ে চিকিত্সকরা মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনায় জড়িত সন্দেহে কয়েক জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। দোষীদের খোঁজে চিরুনি তল্লাশি শুরু হয়েছে। ঘটনার কোনও সিসিটিভি ফুটেজ পাওয়া যায় কি না তা-ও খতিয়ে দেখছে তারা।

Advertisement

আরও খবর...

নিশানায় সাহাবুদ্দিন, সিওয়ানে অভিযান

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement