যোগী-রাজ্যে জোট চূড়ান্ত বিরোধীদের

উনিশের ভোটে যোগী রাজ্যে বিজেপির মোকাবিলা করতে একজোট হয়ে লড়তে চলেছে এসপি, বিএসপি, কংগ্রেস ও আরএলডি। এ নিয়ে তাদের নীতিগত সমঝোতাও হয়ে গিয়েছে।

Advertisement

নয়াদিল্লি

সংবাদ সংস্থা  শেষ আপডেট: ০১ অগস্ট ২০১৮ ০৩:১৩
Share:

গোরক্ষপুর, ফুলপুর থেকে কাইরানা। উত্তরপ্রদেশের তিনটি লোকসভা কেন্দ্রের উপনির্বাচনেই বিজেপিকে হারানোর পরে সে রাজ্যে নরেন্দ্র মোদী-বিরোধী জোটের প্রস্তুতি এখন চূড়ান্ত পর্যায়ে। উনিশের ভোটে যোগী রাজ্যে বিজেপির মোকাবিলা করতে একজোট হয়ে লড়তে চলেছে এসপি, বিএসপি, কংগ্রেস ও আরএলডি। এ নিয়ে তাদের নীতিগত সমঝোতাও হয়ে গিয়েছে।

Advertisement

গত লোকসভা ভোটে উত্তরপ্রদেশের ৮০টি আসনের মধ্যে ৭৩টি পেয়েছিল বিজেপি। মোদীর প্রধানমন্ত্রী হওয়ার পিছনে সাফল্যের এই অঙ্কটাই বিরাট ভাবে কাজ করেছিল। উনিশের ভোটে সেই উত্তরপ্রদেশেই মোদীকে আটকাতে নেমেছেন বিরোধীরা। অখিলেশ যাদবের এসপি ও মায়াবতীর বিএসপি সিদ্ধান্ত নিয়েছে, অজিত সিংহের দল আরএলডিকে আসন ছাড়া হবে এসপি-র কোটা থেকেই। এসপি এবং বিএসপি রাজ্যের ৮ টি আসন কংগ্রেসকে ছাড়তে রাজি। সংখ্যাটা ১০ পর্যন্তও যেতে পারে। এসপি পেতে পারে ৩২টি আসন। সে ক্ষেত্রে ওই কোটা থেকেই আরএলডিকে ৩টি আসন ছাড়তে পারে তারা। বাকি আসনগুলিতে লড়বে বিএসপি।

পাশাপাশি, রাজস্থান, ছত্তীসগঢ় ও মধ্যপ্রদেশের বিধানসভা ভোটে বিজেপির বিরুদ্ধে বিরোধী দলগুলিকে একজোট করার কাজও এগোচ্ছে। সম্প্রতি মায়াবতীর সঙ্গে এ নিয়ে আলোচনা করেছেন এনসিপি নেতা শরদ পওয়ার।

Advertisement

তবে সূত্রের খবর, মধ্যপ্রদেশে মায়াবতী ও কংগ্রেসের ভিতরে আসন রফা নিয়ে এখনও জট কোলেনি। রাজ্যের ২৩০টি আসনের মধ্যে ৫০টিতে লড়তে চায় বিএসপি। কংগ্রেস তাদের ২২ আসন ছাড়তে রাজি হয়েছে। তবে সূত্রের খবর, কংগ্রেস শেষ পর্যন্ত ৩০টির বেশি আসন মায়াবতীকে ছাড়তে রাজি নয়।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন