ভোটকর্মীদের ইভিএম প্রশিক্ষণ। সোমবার করিমগঞ্জের জেলা গ্রন্থাগারে। উত্তম মুহরীর তোলা ছবি।
দলীয় প্রার্থী নিয়ে বিজেপির অন্দরমহলের ক্ষোভ-বিক্ষোভ কংগ্রেসকে বাড়তি ইন্ধন জোগাচ্ছে। সরকারি ভাবে প্রার্থীতালিকা ঘোষণা এখনও বাকি। তারই মধ্যে আজ সাংবাদিকদের ডেকে কংগ্রেস নেতারা জানিয়ে দিয়েছেন, ব্লক থেকে এআইসিসি, প্রার্থী হিসেবে একটি নামই রয়েছে সব তালিকায়। ফলে বিধায়ক রাজদীপ গোয়ালার টিকিটপ্রাপ্তি নিয়ে সংশয় নেই। ১৭ মার্চ শোভাযাত্রা করে মনোনয়নপত্র জমা দেবেন রাজদীপবাবু।
লক্ষ্মীপুর ব্লক কংগ্রেস সভাপতি প্রদীপকুমার দে, বাঁশকান্দি ব্লকের সভাপতি ক্ষীরোদ কর্মকার ও বিন্নাকান্দির সভাপতি মনোজিৎ দাস জানান, টিকিট-বিরোধ নেই বলে কংগ্রেস প্রথম রাউন্ডে অনেকটা এগিয়ে। গেরুয়া বাহিনীতে এখন বোঝাপড়া হলেও ওই ব্যবধান ঘোচানো সম্ভব হবে না।
লক্ষ্মীপুর পুরসভার প্রধান রিমি পাল, জেলা কংগ্রেস কমিটির সাধারণ সম্পাদক হরেশ্বর ধুবি, হাজি হায়াত আলি-দের দাবি, উন্নয়নের কথায় গুরুত্ব দিয়েই ফের বিধায়ক হবেন রাজদীপবাবু। উন্নয়নের উদাহরণ হিসেবে তুলে ধরেন সিমেন্ট-কংক্রিট ব্লকের রাস্তা তৈরি, মুক্তমঞ্চ নির্মাণের কথা। মুখ্যমন্ত্রীর প্যাকেজ থেকে এলাকার জন্য বহু প্রকল্প রাজদীপবাবু আদায় করেছেন বলেও জানান তাঁরা। সকলেই শোনান, বৃদ্ধভাতা নিয়ে বিধায়ক গোয়ালা সব সময় নিজে তদারকি করেন।
উন্নয়নের কথার সঙ্গে প্রাক্তন মন্ত্রী প্রয়াত দীনেশপ্রসাদ গোয়ালার প্রসঙ্গও টেনে আনা হবে, ইঙ্গিত দেন তাঁরা। প্রদীপ-ক্ষীরোদবাবুরা বলেন, ‘‘রাজদীপবাবুর একটাই লক্ষ্য, পিতা দীনেশপ্রসাদ গোয়ালার অসমাপ্ত কাজগুলি শেষ করা।’’
কয়েক দিন আগে গরিবদের কম্বল বিলির বিরোধিতা করায় তাঁরা বিজেপিকে একহাত নেন। বিন্নাকান্দি ব্লক কংগ্রেস কমিটির সভাপতি মনোজিৎ দাস বলেন, ‘‘কেন্দ্রে ক্ষমতায় থেকে বিজেপি সাধারণ মানুষের জন্য কিছু করতে পারছে না। কংগ্রেস এগিয়ে এলে বিরোধিতা করেন তাঁরা।’’ কম্বল লুটের জন্য তিনি বিজেপি নেতাদেরই দায়ী করেন।
বিজেপি প্রার্থী থৈবা সিংহ কংগ্রেস নেতাদের বক্তব্যের তাৎক্ষণিক প্রতিক্রিয়া দেননি। আগামী কাল শিবপুরে তাঁর বাড়িতে কর্মীসভার আয়োজন করেছেন। সেখানে সমস্ত কথার জবাব দেবেন বলে জানিয়েছেন তিনি। এ দিকে, বিজেপির টিকিট-বঞ্চিত নেতা সঞ্জয় ঠাকুর আজও আশা করছেন, দল লক্ষ্মীপুরে প্রার্থীবদল করবে। তিনি বলেন, ‘‘কিছু আসন নিয়ে পুনর্বিবেচনা চলছে। না হলে কী আর করা! নির্দল হিসেবে লড়ব। এ কথা সবাইকে আগেই জানিয়ে দিয়েছি।’’