Shashi Tharoor Remarks Row

আমাদের কাছে দেশ সব কিছুর আগে, তবে কারও কারও কাছে সকলের আগে মোদী! তারুরকে খোঁচা কংগ্রেস সভাপতি খড়্গের

‘অপারেশন সিঁদুর’ পরবর্তী কূটনৈতিক সফরের সাফল্য বোঝাতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীরও প্রশংসা করেন কংগ্রেসের শশী তারুর। এ বার তারুর প্রসঙ্গে মন্তব্যের সময় দলের সাংসদকে খোঁচা দিলেন কংগ্রেস সভাপতি খড়্গে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৫ জুন ২০২৫ ১৬:৪৯
Share:

সম্প্রতি নরেন্দ্র মোদীর প্রশংসা করেছেন শশী তারুর। এ বার তারুরকে খোঁচা কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়্গের। —ফাইল চিত্র।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রশংসা করায় শশী তারুরকে খোঁচা দিলেন কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খড়্গে। কেরলের তিরুঅনন্তপুরমের কংগ্রেস সাংসদ তারুর প্রসঙ্গে মন্তব্যের সময়ে খড়্গে বলেন, “আমাদের কাছে দেশ আগে। তবে কারও কারও কাছে মোদী সকলের আগে। তার পরে দেশ।”

Advertisement

‘অপারেশন সিঁদুর’ নিয়ে ভারতের বার্তা বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে শাসক-বিরোধী সাংসদদের সাতটি প্রতিনিধিদল বিভিন্ন দেশে পাঠিয়েছিল কেন্দ্রীয় সরকার। একটি প্রতিনিধিদলের নেতৃত্বে ছিলেন তারুর। কূটনৈতিক সফর শেষে সেটির সাফল্য ব্যাখ্যা করে ‘দ্য হিন্দু’তে লেখেন কংগ্রেস সাংসদ। সেখানে তিনি লেখেন, মোদীর তিনটি গুণ বিশ্ব মঞ্চে ভারতের একটি মূল সম্পদ হিসাবে উঠে এসেছে। তারুরের এই মত প্রকাশ্যে আসার পরেই বিতর্ক ছড়ায়।

তারুরের ওই মন্তব্য প্রসঙ্গে বুধবার খড়্গে বলেন, “আমি ইংরেজি ভাল পড়তে পারি না। শশী তারুরের ভাষা খুব সুন্দর। সেই জন্যই তাঁকে কংগ্রেসের কার্যনির্বাহী কমিটিতে রেখে দেওয়া হয়েছে।” কংগ্রেস সভাপতির বক্তব্য, “দেশের জন্য আমরা সকলে একসঙ্গে রয়েছি। অপারেশন সিঁদুর নিয়ে আমরা সকলে একসঙ্গে রয়েছি। আমরা বলেছি, সব কিছুর আগে দেশ। কিন্তু কারও কারও কাছে আগে মোদী, তার পরে দেশ। এতে আমরা কী করতে পারি!”

Advertisement

খড়্গের ওই মন্তব্যের পরই সমাজমাধ্যমে একটি ছবি পোস্ট করেন তারুর। ছবিটিতে দেখা যাচ্ছে, গাছের ডালে একটি পাখি বসে রয়েছে। ছবিটিতে লেখা আছে, “ওড়ার জন্য কারও অনুমতি চেয়ো না। ডানা তোমার এবং আকাশের কোনও মালিক নেই।” তারুরের মন্তব্য প্রকাশ্যে আসার পরেই তারুরের এই পোস্ট যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

‘অপারেশন সিঁদুর’ পরবর্তী কূটনৈতিক সফর প্রসঙ্গে ওই লেখার ইতিমধ্যে ব্যাখ্যাও দিয়েছেন তারুর। তিরুঅনন্তপুরমের কংগ্রেস সাংসদের বক্তব্য, ওই লেখাটিতে তাঁর বিজেপিতে যোগ দেওয়ার ইচ্ছার কোনও ইঙ্গিত নেই। বরং, জাতীয় ঐক্য এবং দেশের স্বার্থের পক্ষে দাঁড়ানোর বার্তা দেওয়া হয়েছে ওই লেখায়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement