ভাগবতেই আস্থা কংগ্রেস নেতার

শিবসেনার সমর্থন মিলেছিল আগেই। সঙ্ঘ-প্রধান মোহন ভাগবতকে রাষ্ট্রপতি হিসেবে দেখতে চেয়ে এ বার সওয়াল করলেন কর্নাটকের কংগ্রেস নেতা তথা প্রাক্তন রেলমন্ত্রী সি কে জাফর শরিফও।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০২ এপ্রিল ২০১৭ ০৩:০৯
Share:

মোহন ভাগবত

শিবসেনার সমর্থন মিলেছিল আগেই। সঙ্ঘ-প্রধান মোহন ভাগবতকে রাষ্ট্রপতি হিসেবে দেখতে চেয়ে এ বার সওয়াল করলেন কর্নাটকের কংগ্রেস নেতা তথা প্রাক্তন রেলমন্ত্রী সি কে জাফর শরিফও। দলের ঠিক বিপরীত পথে হেঁটেই। শুধু মৌখিক সমর্থন নয়। সূত্রের খবর, ভাগবতের প্রশংসা করে তিনি চিঠিও লিখেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। আর ভাগবতে আপত্তি কীসের— জানতে চেয়েছেন সে কথাও।

Advertisement

ওই কংগ্রেস নেতার বক্তব্য, দেশে নানাবিধ চিন্তাদর্শের মানুষ রয়েছেন। ভাগবতও তাঁদেরই এক জন। তাঁর দেশপ্রেম প্রশ্নাতীত বলেই দেশের পরবর্তী রাষ্ট্রপতি হিসেবে মোহন ভাগবতকেই বেছে নেওয়ার আর্জি জানিয়েছেন জাফর শরিফ।

কংগ্রেসের আপত্তি ভাগবতের ‘গেরুয়া আদর্শ’ ঘিরেই। পাশাপাশি, দেশের সংখ্যালঘুরা ভাগবতকে রাষ্ট্রপতি পদে মেনে নেবে কি না, তা নিয়েও প্রশ্ন উঠেছিল। জাফর শরিফের অবশ্য দাবি, ‘‘আমি নিজেই তো সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতিনিধি। আমার মনে হয় না, ভাগবতের নাম কিংবা তাঁর মতাদর্শ ঘিরে কারও কোনও ক্ষোভ থাকতে পারে।’’

Advertisement

মোহন ভাগবত নিজে অবশ্য যাবতীয় জল্পনা উড়িয়ে জানিয়েছেন তিনি কোনও ভাবেই রাষ্ট্রপতি পদের দৌড়ে নেই।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement