Allu Arjun

‘পুষ্পা ২’ সিনেমায় ‘অপমান পুলিশকে’! নতুন অভিযোগের মধ্যেই থানায় হাজিরা অল্লু অর্জুনের

অল্লু অর্জুনের বিরুদ্ধে ফের অভিযোগ দায়ের হল থানায়। তেলুগু অভিনেতার বিরুদ্ধে সিনেমার একটি দৃশ্যে পুলিশকে অপমান করার অভিযোগ উঠেছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২৪ ডিসেম্বর ২০২৪ ১১:১২
Share:

অল্লু অর্জুন। —ফাইল চিত্র।

অল্লু অর্জুনের বিরুদ্ধে ফের অভিযোগ দায়ের হল থানায়। এ বার তেলুগু অভিনেতার বিরুদ্ধে পুলিশকে অপমান করার অভিযোগ উঠল। ‘এনডিটিভি’-র প্রতিবেদন অনুসারে, থেনমার মাল্লান্না নামের এক কংগ্রেস নেতা তেলঙ্গানার মেডিপাল্লি থানায় অল্লু এবং ‘পুষ্পা ২’ সিনেমার পরিচালকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। সিনেমার প্রযোজকদের বিরুদ্ধেও অভিযোগ দায়ের হয়েছে।

Advertisement

অন্য দিকে, পদপিষ্ট হয়ে মৃত্যুর মামলায় মঙ্গলবার বেলায় হায়দরাবাদের চিক্কড়পল্লি থানায় হাজিরা দেন অল্লু। পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিনেতার বয়ান নথিভুক্ত করা হচ্ছে। এই প্রতিবেদন প্রকাশের সময় পর্যন্ত থানার ভিতরেই রয়েছেন অল্লু।

অভিযোগ, ‘পুষ্পা ২’ সিনেমায় পুলিশকে অপমান করা হয়েছে। সিনেমার একটি দৃশ্যে দেখা গিয়েছে, এক পুলিশ আধিকারিকের সামনেই সুইমিং পুলে প্রস্রাব করছেন অল্লু। কংগ্রেস নেতার দাবি, এই দৃশ্যে সমগ্র পুলিশবাহিনীকে অপমান করা হয়েছে। তাই অভিনেতার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করার আর্জি জানিয়েছেন তিনি।

Advertisement

সিনেমার প্রিমিয়ারে পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনায় এমনিতেই অস্বস্তিতে অল্লু। সোমবার অভিনেতার হায়দরাবাদের বাড়িতে গিয়ে নোটিস দিয়ে এসেছে তেলঙ্গানা পুলিশের একটি দল। মঙ্গলবারই অল্লুকে হায়দরাবাদের চিক্কড়পল্লি থানায় হাজিরা দিতে যেতে হবে।

গত ৪ ডিসেম্বর রাতে ‘সন্ধ্যা’ থিয়েটারে ‘পুষ্পা ২’ সিনেমার প্রিমিয়ারে ঘটে যাওয়া দুর্ঘটনায় মৃত্যু হয় ৩৫ বছরের এক মহিলার। গুরুতর জখম অবস্থায় উদ্ধার করা হয় তাঁর আট বছরের ছেলে সাই তেজকে। বর্তমানে সে চিকিৎসাধীন। ওই ঘটনার প্রেক্ষিতে এফআইআর দায়ের করে হায়দরাবাদ পুলিশ। গত ১৩ ডিসেম্বর সকালে অল্লুকে তাঁর বাড়ি থেকে গ্রেফতার করে রেবন্তের পুলিশ। অল্লু-সহ মোট সাত জনের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছিল। নিম্ন আদালতের বিচারক অভিনেতাকে ১৪ দিনের জেল হেফাজতে রাখার নির্দেশ দেন। তবে রায়কে চ্যালেঞ্জ করে ওই দিনই তেলঙ্গানা হাই কোর্টের দ্বারস্থ হন অল্লু। তার পর ৫০ হাজার টাকার বন্ডে তাঁর অন্তর্বর্তী জামিন মঞ্জুর হয়। অন্তর্বর্তী জামিনের মেয়াদ চার সপ্তাহ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement