Jairam Ramesh- Rajnath Singh

রাজনাথকে বইয়ের পাতা ধরালেন জয়রাম

জয়রামের যুক্তি, ডায়েরিতে যা রয়েছে, রাজনাথ তা থেকে অন্য কথা বলেছেন। রাজনাথ সেই কাগজ হাতে নিয়ে জানান, তিনি গুজরাতি জানেন না।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১২ ডিসেম্বর ২০২৫ ০৯:৪৫
Share:

প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহকে (বাঁ দিকে) বই দিচ্ছেন কংগ্রেস নেতা জয়রাম রমেশ (ডান দিকে)। ছবি পিটিআই।

রাজনীতির অভিযোগের জবাব দেওয়া হল বইয়ের পৃষ্ঠা হাতে তুলে দিয়ে! সংসদে এমন দৃশ্য অধুনা দুর্লভ। বৃহস্পতিবার এই বিরল ঘটনাই দেখা গেলসংসদ চত্বরে।

মোদী সরকারের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ গত সপ্তাহে জওহরলাল নেহরুর বিরুদ্ধে সংখ্যালঘু তোষণের অভিযোগ তুলে বলেছিলেন, নেহরু বাবরি মসজিদের উন্নয়নে সরকারি অর্থ খরচ করতে চেয়েছিলেন। সর্দার বল্লভভাই পটেল তাঁকে বাধা দেন। বৃহস্পতিবার কংগ্রেসের জয়রাম রমেশ রাজনাথকে সামনে পেয়ে তাঁর হাতে বই আকারে প্রকাশিত সর্দার পটেলের কন্যা মানিবেন পটেলের ডায়েরির বাছাই করা অংশের ফটোকপি তুলে দেন। জয়রামের যুক্তি, ডায়েরিতে যা রয়েছে, রাজনাথ তা থেকে অন্য কথা বলেছেন। রাজনাথ সেই কাগজ হাতে নিয়ে জানান, তিনি গুজরাতি জানেন না। তবে বিজেপির কাছে ইংরেজি অনুবাদ রয়েছে। জয়রাম বলেন, রাজনাথ যেন তা অবশ্যই পড়ে দেখেন।

লোকসভার পরে রাজ্যসভায় বৃহস্পতিবার বন্দে মাতরম্-এর সার্ধশতবর্ষ নিয়ে আলোচনা শেষ হয়েছে। বিজেপি সভাপতি তথা রাজ্যসভার নেতা জে পি নড্ডা এ দিন ফের নেহরুর বিরুদ্ধে সংখ্যালঘু তোষণের অভিযোগ তুলেছেন। বন্দে মাতরম্-এর স্তবক বাদ দেওয়ার অভিযোগ তুলেছেন। নেহরুকে বন্দে মাতরম্-এর প্রতি উদাসীনতার জন্য দায়ী করেছেন।

জয়রাম জবাবে বলেন, ‘‘প্রধানমন্ত্রী বা বিজেপির কেউই জাতীয় সঙ্গীত ও জাতীয় গান নিয়ে শেষ কথা বলা দু’টি বই— রুদ্রাংশু মুখোপাধ্যায় ও সব্যসাচী ভট্টাচার্যের লেখা— পড়ে দেখেননি।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন