বস্তারে খুন কংগ্রেস নেতা

ছন্নু এক সময়ে ব্লকের কংগ্রেস সমর্থিত জনপদ অধ্যক্ষ ছিলেন। কংগ্রেসের অভিযোগ, রমন সিংহের সরকার বিরোধী নেতাদের নিরাপত্তা দিতে ব্যর্থ। রাজ্যে বিজেপি জমানায় আগেও কংগ্রেস নেতারা খুন হয়েছেন। খুনিরা আজও অবাধে ঘুরে বেড়াচ্ছে। ছন্নুকেও বেশ কিছু দিন ধরেই হুমকি দেওয়া হচ্ছিল।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২১ জুন ২০১৭ ০৩:০৫
Share:

প্রতীকী ছবি।

পুলিশের চর সন্দেহে ছত্তীসগঢ়ের দঁতেওয়াড়া জেলায় কংগ্রেসের কৃষক মোর্চার এক নেতাকে খুন করল মাওবাদীরা। জনা ২৪ সশস্ত্র মাওবাদী গত কাল রাতে বস্তারের চোলনার গ্রামে ছন্নু মণ্ডবীর (৫৫) বাড়িতে চড়াও হয়। ছন্নুকে তাঁর ‘অপরাধের তালিকা’ ও মাওবাদীদের ‘বিচারের রায়’ শোনানো হয়। এর পরে স্ত্রীর সামনেই ছন্নুর গলা কেটে দেয় মাওবাদীরা। চলে যাওয়ার আগে কিছু কাগজ ছড়িয়ে যায় তাঁর দেহের কাছে। তাতে লেখা, পুলিশের চর হিসেবে কাজ করা ও গ্রামবাসীদের মারধর করার অপরাধে এই শাস্তি।

Advertisement

ছন্নু এক সময়ে ব্লকের কংগ্রেস সমর্থিত জনপদ অধ্যক্ষ ছিলেন। কংগ্রেসের অভিযোগ, রমন সিংহের সরকার বিরোধী নেতাদের নিরাপত্তা দিতে ব্যর্থ। রাজ্যে বিজেপি জমানায় আগেও কংগ্রেস নেতারা খুন হয়েছেন। খুনিরা আজও অবাধে ঘুরে বেড়াচ্ছে। ছন্নুকেও বেশ কিছু দিন ধরেই হুমকি দেওয়া হচ্ছিল। কিন্তু প্রশাসন তাঁর নিরাপত্তার ব্যবস্থা করেনি।

পুলিশ রেকর্ড বলছে, ২০১০-এ কংগ্রেসের এক নেতার বাড়িতে মাওবাদী হামলায় খুন হন ২ জন। ওই ঘটনায় ছন্নুকে গ্রেফতার করে জেলে পাঠানো হয়েছিল। পরে ওই মামলায় রেহাই পান তিনি।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement