Priyanka Gandhi Vadra

হাসপাতাল থেকে ছাড়া পেলেন প্রিয়ঙ্কা গান্ধী, কী অসুখে ভুগছিলেন কংগ্রেস নেত্রী?

সোমবার হাসপাতাল থেকে ছাড়া হয়েছে প্রিয়ঙ্কাকে। জানা যাচ্ছে, ডিহাইড্রেশন ভুগছিলেন কংগ্রেস নেত্রী। তা ছাড়া পাকস্থলীর সমস্যায় ভুগছিলেন তিনি।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ১৯ ফেব্রুয়ারি ২০২৪ ২০:৫৭
Share:

প্রিয়ঙ্কা গান্ধী। —ফাইল চিত্র।

অবশেষে হাসপাতাল থেকে ছাড়া পেলেন কংগ্রেস নেত্রী প্রিয়ঙ্কা গান্ধী। নয়াদিল্লির স্যর গঙ্গারাম হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন প্রিয়ঙ্কা। শুক্রবার ওই হাসপাতালে তাঁকে ভর্তি করানো হয় বলে খবর। সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, সোমবার হাসপাতাল থেকে ছাড়া হয়েছে প্রিয়ঙ্কাকে। জানা যাচ্ছে, ডিহাইড্রেশন ভুগছিলেন কংগ্রেস নেত্রী। তা ছাড়া পাকস্থলীর সমস্যায় ভুগছিলেন তিনি।

Advertisement

বস্তুত, এক মাস আগে ‘ভারত জোড়ো ন্যায় যাত্রা’ শুরু হলেও রাহুল গান্ধীর পাশে এক বারও প্রিয়ঙ্কাকে দেখা যায়নি। কংগ্রেস সূত্রে জানা গিয়েছিল, বিহার থেকে উত্তরপ্রদেশের চন্দৌলিতে ওই যাত্রা প্রবেশের সময় রাহুলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল প্রিয়ঙ্কার। কিন্তু, তার মধ্যেই অসুস্থ হয়ে পড়েন কংগ্রেস নেত্রী। শুক্রবার নিজের এক্স হ্যান্ডলে প্রিয়ঙ্কা লেখেন, ‘‘আমি সত্যিই আজ ‘ভারত জোড়ো ন্যায় যাত্রা’য় যোগ দেওয়ার জন্য উন্মুখ ছিলাম। কিন্তু দুর্ভাগ্যবশত আমায় হাসপাতালে ভর্তি হতে হয়েছে আজই। একটু ভাল হলেই আমি ভারত জোড়ো ন্যায় যাত্রায় যোগ দেব।’’ এর পর যাত্রার সাফল্য কামনা করে কর্মীদের শুভেচ্ছা জানান।

অন্য দিকে, সোমবারই কংগ্রেসের অন্যতম সাধারণ সম্পাদক তথা মুখপাত্র জয়রাম রমেশ জানান, আগামী মঙ্গলবার ‘ভারত জোড়ো ন্যায় যাত্রা’ স্থগিত থাকবে। কারণ, একটি মানহানি মামলায় সুলতানপুরের একটি আদালতে রাহুল গান্ধীকে হাজির থাকতে হবে।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন