Sam Pitroda in Controversy

চিন নিয়ে বিতর্কে স্যাম পিত্রোদা, দূরত্ব কংগ্রেসের

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একজোট হয়ে চিনের আগ্রাসন নিয়ন্ত্রণ করতে পারবেন কি না, সম্প্রতি এক সাক্ষাৎকারে এই নিয়ে প্রশ্ন করা হয়েছিল স্যামকে।

Advertisement
শেষ আপডেট: ১৮ ফেব্রুয়ারি ২০২৫ ০৮:২৩
Share:

ইন্ডিয়ান ওভারসিজ় কংগ্রেসে’র প্রধান স্যাম পিত্রোদা। Sourced by the ABP

ফের বিতর্কিত মন্তব্য করে শিরোনামে উঠে এলেন ‘ইন্ডিয়ান ওভারসিজ় কংগ্রেসে’র প্রধান স্যাম পিত্রোদা। চিন ভারতের শত্রু নয় বলে দাবি করলেন তিনি। প্রতিবেশী দেশ চিনকে শত্রু হিসেবে বিবেচনা করা বন্ধ হওয়া উচিত বলেও পরামর্শ তাঁর। প্রবীণ কংগ্রেস নেতার এই মন্তব্যের পরই পাল্টা কটাক্ষ করেছে বিজেপি।

Advertisement

যদিও কংগ্রেসের শীর্ষ মুখপাত্র জয়রাম রমেশ বলেছেন, চিন নিয়ে স্যাম পিত্রোদা যে মতামত প্রকাশ করছেন, তা ভারতীয় জাতীয় কংগ্রেসের সঙ্গে একেবারেই মেলে না। চিন ভারতের বিদেশনীতি, নিরাপত্তা এবং অর্থনীতির প্রশ্নে বড় চ্যালেঞ্জ।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একজোট হয়ে চিনের আগ্রাসন নিয়ন্ত্রণ করতে পারবেন কি না, সম্প্রতি এক সাক্ষাৎকারে এই নিয়ে প্রশ্ন করা হয়েছিল স্যামকে। তিনি বলেন, “চিনের হুমকি আমি কিছু বুঝতে পারি না। আমার মনে হয়, এই বিষয়টি প্রায়শই অতিরিক্ত গুরুত্বের সঙ্গে দেখা হয়। আমেরিকার কোনও একটি দেশকে শত্রু হিসেবে চিহ্নিত করার প্রবণতা রয়েছে।” তিনি আরও বলেন, “আমি বিশ্বাস করি, এখন সময় এসেছে সকলের সঙ্গে সহযোগিতা করে এগিয়ে চলার, যুদ্ধ করার নয়। আমাদের দৃষ্টিভঙ্গি শুরু থেকেই সংঘাতমূলক এবং এই মনোভাবই শত্রু তৈরি করে। তাই আমাদের এই মানসিকতা পরিবর্তন করা উচিত। সেই সঙ্গে চিনকে শত্রু বলে মনে করা বন্ধ করতে হবে।”

Advertisement

পিত্রোদার এই মন্তব্যের বিরোধিতা করে কংগ্রেস ও গান্ধী পরিবারকে কটাক্ষ করেছে বিজেপি। দলের জাতীয় মুখপাত্র তুহিন সিনহা বলেন, “কংগ্রেস নিজেদের জমানায় ভারতের ৪০ হাজার বর্গ কিলোমিটার জমি চিনের হাতে ছেড়ে দিয়েছে। এরপরও ড্রাগনের কোনও হুমকিই তাদের নজরে পড়ছে না। যদিও এতে অবাক হওয়ার কিছু নেই। কারণ, রাহুল গান্ধী চিনের বেল্ট অ্যান্ড রোড প্রকল্পের পক্ষে সওয়াল করেছিলেন। চিনের প্রতি কংগ্রেসের এই মনোভাবের মূলে রয়েছে ২০০৮ সালে কংগ্রেস এবং চিনা কমিউনিস্ট পার্টির মধ্যে স্বাক্ষরিত সমঝোতা চুক্তি।” বিজেপির আর এক মুখপাত্র প্রদীপ ভাণ্ডারির দাবি, কংগ্রেস ভারতের তুলনায় চিনের স্বার্থকে অগ্রাধিকার দেয়। পাশাপাশি জয়রাম রমেশের বক্তব্য, “কংগ্রেস বারবার মোদী সরকারের চিন নীতি নিয়ে প্রশ্ন তুলেছে। ২০২০ সালের ১৯ জুন প্রধানমন্ত্রী মোদী চিনকে খোলাখুলি ছাড় দিয়েছিলেন।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement