নরেন্দ্র মোদী। —ফাইল চিত্র।
কানাডার আলবার্টায় আগামী ১৫ তারিখ থেকে বসতে চলেছে জি-৭-এর বৈঠক। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এ বার সেখানে যাবেন না বলে কূটনৈতিক সূত্রের খবর।
কানাডার সঙ্গে সম্পর্কের টানাপড়েনের জেরে মোদীর সে দেশে না যাওয়ার সিদ্ধান্ত। কংগ্রেস অবশ্য এ ব্যাপারে বিদেশ মন্ত্রকের বক্তব্যের জন্য অপেক্ষা না করেই, দাবি করছে মোদীকে আমন্ত্রণই জানানো হয়নি। দলের বক্তব্য, এটি ভারতের আরও একটি কূটনৈতিক ব্যর্থতা। দলের প্রধান মুখপাত্র জয়রাম রমেশের মতে, “২০১৪ সালের আগে জি-৭ আসলে রাশিয়াকে সঙ্গে নিয়ে ছিল জি-৮। সেখানে মনমোহন সিংহকে ডাকা হত, তাঁর কথা শোনা হত। ২০০৭ সালে জার্মানিতে অনুষ্ঠিত এমনই এক সম্মেলনে, জলবায়ু পরিবর্তনের নিয়ে বিখ্যাত সিংহ-মের্কেল সূত্র তৈরি হয়েছিল।” এর পরেই রমেশের কটাক্ষ, “গত ছ’বছরে এই প্রথম কানাডায় সম্মেলনে যোগ দিচ্ছেন না বিশ্বগুরু। যে প্যাঁচই দেওয়া হোক না কেন এটা আরও একটি কূটনৈতিক বিপর্যয়। এর আগে ভারতের বহু দিনের বিদেশনীতিকে আমেরিকার হাতে ছেড়ে দেওয়া হয়েছে। তারাই নাকি ভারত পাকিস্তানের মধ্যে মধ্যস্থতা করেছে বলে ক্রমাগত বলে চলেছে।”
প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর
সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ
সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে