চিনের অনুপ্রবেশ রুখতে আবেদন কংগ্রেস সাংসদের

অরুণাচল প্রদেশ বিজেপির সাধারণ সম্পাদক জারপুম গামলিনও মনে করেন, চিনা সেনার বারবার অনুপ্রবেশ আশঙ্কার কথা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

গুয়াহাটি শেষ আপডেট: ১৮ অক্টোবর ২০১৮ ০৩:১৩
Share:

অরুণাচলে চিনের অনুপ্রবেশ রুখতে প্রধানমন্ত্রীকে চিঠি কংগ্রেস সাংসদ নিনং এরিংয়ের। —ফাইল চিত্র।

অরুণাচল সীমান্ত পার করে চিনা সেনার বারবার গ্রামে ঢুকে পড়ার ঘটনা নিয়ে উপযুক্ত পদক্ষেপ করার দাবি জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি পাঠালেন অরুণাচল পূর্ব কেন্দ্রের কংগ্রেস সাংসদ নিনং এরিং। তিনি বলেন, “সম্প্রতি দিবাং উপত্যকার অনেক ভিতর পর্যন্ত চলে এসেছিল চিনা সেনা। সেই ঘটনা চেপে রাখা হলেও গ্রামবাসীদের তোলা ছবি ছড়িয়ে পড়ায় বিষয়টি জানাজানি হয়। অতীতে পিএলএর প্রহরায় চিনা ঠিকাদারেরা অরুণাচলের ভিতরে ঢুকে পাকা সড়কও বানিয়েছিল। এমনটা চলতে থাকলে গ্রামবাসীরা নিরাপত্তাহীনতার ভুগবেন। ভারতের অবিলম্বে এ নিয়ে চিনকে সতর্ক করা উচিত।”

Advertisement

অরুণাচল প্রদেশ বিজেপির সাধারণ সম্পাদক জারপুম গামলিনও মনে করেন, চিনা সেনার বারবার অনুপ্রবেশ আশঙ্কার কথা। তাওয়াং সেক্টেরে সেনা সমাবেশ অনেক বেশি হলেও দিবাং সেক্টকে সেনার নজরদারি ও উপস্থিতি অপেক্ষাকৃত দুর্বল। সেই সুযোগই নিচ্ছে চিন। অবিলম্বে সীমান্ত প্রহরা ঢেলে সাজানো উচিত।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন