Parliament Winter Session

পোষ্য কুকুরকে নিয়ে সংসদ চত্বরে গেলেন কংগ্রেস সাংসদ, বললেন, যাঁরা কামড়াতে পারেন, তাঁরা তো ভিতরে!

সংসদ চত্বরে কুকুর নিয়ে আসার ঘটনায় কংগ্রেস সাংসদের সমালোচনায় সরব হয়েছে বিজেপি। দলের সাংসদ জগদম্বিকা পালের অভিযোগ, সংসদে কুকুর এনে স্বাধিকার ভঙ্গ করেছেন রেণুকা। তাঁর বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করারও আর্জি জানিয়েছেন তিনি।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০১ ডিসেম্বর ২০২৫ ১৬:৩৬
Share:

পোষ্য কুকুরকে নিয়ে সংসদে এলেন কংগ্রেস সাংসদ রেণুকা চৌধরি। ছবি: সংগৃহীত।

শীতকালীন অধিবেশনের প্রথম দিনে পোষ্য কুকুরকে নিয়ে সংসদ চত্বরে গেলেন কংগ্রেস সাংসদ রেণুকা চৌধরি। স্বাভাবিক ভাবেই কুকুর নিয়ে সাংসদকে সংসদ চত্বরে ঢুকতে দেখে শোরগোল পড়ে যায়। কংগ্রেস সাংসদের অবশ্য দাবি, তাঁর পোষ্য কাউকে কামড়ায় না। একই সঙ্গে বিদ্রুপের সুরে তাঁর সংযোজন, “যাঁরা কামড়াতে পারেন, তাঁরা সংসদের ভিতরে রয়েছেন।” তাঁর এই বক্তব্যের নিশানায় কারা, তা অবশ্য স্পষ্ট নয়।

Advertisement

সোমবার বেলায় হঠাৎই কুকুর নিয়ে সংসদ চত্বরে ঢুকতে দেখা যায় রাজ্যসভার সাংসদ রেণুকাকে। তাঁকে ঘিরে ধরেন সাংবাদিকেরা। কোনও সমস্যা হবে কি না, এই প্রশ্নের উত্তরে রেণুকা বলেন, “সরকার হয়তো ভিতরে পশুপাখি ঢোকা পছন্দ করবে না। কিন্তু সমস্যা কী? ও খুবই ছোট একটা প্রাণী। ও কাউকে কামড়াবে না।”

এই ঘটনায় কংগ্রেস সাংসদের সমালোচনায় সরব হয়েছে বিজেপি। দলের সাংসদ জগদম্বিকা পালের অভিযোগ, সংসদে কুকুর এনে স্বাধিকার ভঙ্গ করেছেন রেণুকা। তাঁর বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করারও আর্জি জানিয়েছেন তিনি। জগদম্বিকার কথায়, “বিশেষ ক্ষমতা মানে এই নয় যে, আপনি নিয়ম ভেঙে পোষ্য কুকুরকে সংসদে আনতে পারবেন।”

Advertisement

সংসদে শীতকালীন অধিবেশন শুরু হয়েছে সোমবার। চলবে ১৯ ডিসেম্বর পর্যন্ত। ছুটির দিনগুলি বাদ দিলে মোট ১৫ দিন অধিবেশন চলবে। সাধারণত শীতকালীন অধিবেশন ২০ দিন ধরে চলে। বিষয়টি নিয়ে সরব হয়েছে কংগ্রেস-সহ অন্য বিরোধী দলগুলি। প্রথামাফিক অধিবেশন শুরুর আগে, রবিবার সংসদে সর্বদল বৈঠক ডেকেছিল কেন্দ্র। ওই বৈঠকে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) ছাড়াও দিল্লি বিস্ফোরণ নিয়েও আলোচনার দাবি জানিয়েছে বিরোধী দলগুলি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement