Shashi Tharoor on Infiltration

বাংলাদেশ থেকে ভারতে অনুপ্রবেশ কমেছে, জানাল মোদী সরকারের রিপোর্ট, ঘোষণা করলেন তারুর

ইউনূসের জমানায় বাংলাদেশি অনুপ্রবেশকারী ‘পুশব্যাক’ নিয়ে নয়াদিল্লি-ঢাকা টানাপড়েনের আবহে কেন্দ্রের এই বক্তব্য ‘তাৎপর্যপূর্ণ’ বলে মনে করা হচ্ছে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৭ জুন ২০২৫ ২৩:০৬
Share:

(ডান দিকে) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কংগ্রেস সাংসদ শশী তারুর (বাঁ দিকে)। —ফাইল চিত্র।

মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের জমানায় বাংলাদেশ থেকে ভারতে অনুপ্রবেশের হার কমেছে। শুক্রবার বিদেশ মন্ত্রক বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে এই তথ্য-পরিসংখ্যান উঠে এসেছে। বৈঠক শেষে কমিটির চেয়ারম্যান তথা কংগ্রেস সাংসদ শশী তারুর সে কথা জানিয়েছেন।

Advertisement

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারের তরফে সংশ্লিষ্ট সংসদীয় কমিটিতে জমা পড়া রিপোর্টের প্রসঙ্গ তুলে ইউপিএ জমানার বিদেশ প্রতিমন্ত্রী তারুর বলেন, ‘‘পরিসংখ্যান থেকে বোঝা যাচ্ছে যে বাংলাদেশ থেকে অনুপ্রবেশকারীর সংখ্যা কমে গিয়েছে।’’ ইউনূসের জমানায় বাংলাদেশি অনুপ্রবেশকারী ‘পুশব্যাক’ নিয়ে নয়াদিল্লি-ঢাকা টানাপড়েনের আবহে কেন্দ্রের এই বক্তব্য ‘তাৎপর্যপূর্ণ’ বলে মনে করা হচ্ছে।

বিদেশ মন্ত্রক বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির শুক্রবারের বৈঠকে ‘ভারত-বাংলাদেশ সম্পর্কের ভবিষ্যৎ’ বিষয়টি পর্যালোচনার ক্ষেত্রে বিশেষজ্ঞ এবং অসরকারি ব্যক্তিদের মতামত পর্যালোচনা করা হয়েছে বলেও জানিয়েছেন তারুর। প্রসঙ্গত, ‘অপারেশন সিঁদুর’ নিয়ে ভারতের বার্তা বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে শাসক-বিরোধী সাংসদদের সাতটি প্রতিনিধিদল বিভিন্ন দেশে পাঠিয়েছিল কেন্দ্রীয় সরকার। একটি প্রতিনিধিদলের নেতৃত্বে ছিলেন কংগ্রেস সাংসদ তারুর। তার পর বেশ কয়েক বার প্রকাশ্যে মোদী সরকারের কার্যকলাপের দরাজ প্রশংসা করেছেন তিনি।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement