Mallikarjun Kharge

নির্বাচনী বিধি সংশোধন নিয়ে তোপ খড়্গের

আইনজীবী মাহমুদ প্রাচার আবেদনের ভিত্তিতে পঞ্জাব ও হরিয়ানা হাই কোর্ট রায় দেয়, হরিয়ানার বিধানসভা ভোট সংক্রান্ত সব ভিডিয়ো রেকর্ড আবেদনকারীর হাতে তুলে দিতে হবে। এর পরেই শুক্রবার বিধি সংশোধন করে কেন্দ্র।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৩ ডিসেম্বর ২০২৪ ০৮:১৪
Share:

মল্লিকার্জুন খড়্গে। —ফাইল চিত্র।

নির্বাচনী বিধি সংশোধন নিয়ে মোদী সরকারকে নিশানা করলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়্গে। তাঁর দাবি, নির্বাচন কমিশনের মর্যাদাহানির জন্যই ষড়যন্ত্র করে এই পদক্ষেপ করা হয়েছে।

আইনজীবী মাহমুদ প্রাচার আবেদনের ভিত্তিতে পঞ্জাব ও হরিয়ানা হাই কোর্ট রায় দেয়, হরিয়ানার বিধানসভা ভোট সংক্রান্ত সব ভিডিয়ো রেকর্ড আবেদনকারীর হাতে তুলে দিতে হবে। এর পরেই শুক্রবার বিধি সংশোধন করে কেন্দ্র। এর ফলে বুথের সিসিটিভি ফুটেজ, ওয়েবকাস্টিং ফুটেজ ও প্রার্থীদের ভিডিয়ো রেকর্ডিং খতিয়ে দেখার সুযোগ পাবেন না আমজনতা। কোর্টের নির্দেশের প্রেক্ষিতেই যে এই পদক্ষেপ, তা মেনেছেন আইন মন্ত্রক ও নির্বাচন কমিশনের কর্তারা। কেন্দ্রের দাবি, ওই ফুটেজের অপব্যবহার রুখতেই এই ব্যবস্থা।

খড়্গের বক্তব্য, ‘‘এর আগে নির্বাচন কমিশনার নিয়োগের কমিটি থেকে প্রধান বিচারপতিকে বাদ দিয়েছিল কেন্দ্র। এ বার হাই কোর্টের নির্দেশের পরে নির্বাচনী তথ্য গোপন রাখার ব্যবস্থা করা হল।’’ খড়্গের মতে, যখনই কং‌গ্রেস নির্দিষ্ট নির্বাচনী অনিয়ম নিয়ে কমিশনের দ্বারস্থ হয়েছে তখনই তা উড়িয়ে দেওয়া হয়েছে। কমিশন গুরুতর অভিযোগকেও গুরুত্ব দেয়নি। তাঁর কথায়, ‘‘এ থেকেই ফের প্রমাণ হচ্ছে আধা-বিচারবিভাগীয় সংস্থা হওয়া সত্ত্বেও কমিশন নিরপেক্ষ ভাবে কাজ করছে না। কমিশনের নিরপেক্ষতা কমাতে মোদী সরকারের সরাসরি আক্রমণ আসলে সংবিধান ও গণতন্ত্রের উপরে হামলা। আমরা সংবিধান ও গণতন্ত্র রক্ষায় সব রকম ব্যবস্থা নেব।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন