ভারপ্রাপ্ত কংগ্রেস সভাপতি রিপুন

প্রদেশ কংগ্রেসের ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে রিপুন বরাকে বেছে নিলেন রাজ্যের ভারপ্রাপ্ত এআইসিসি সাধারণ সম্পাদক সি পি জোশী। আজ বিরোধী দলনেতা দেবব্রত শইকিয়া এক বিবৃতিতে এ কথা জানান।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৪ জুলাই ২০১৬ ০৩:০৮
Share:

প্রদেশ কংগ্রেসের ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে রিপুন বরাকে বেছে নিলেন রাজ্যের ভারপ্রাপ্ত এআইসিসি সাধারণ সম্পাদক সি পি জোশী। আজ বিরোধী দলনেতা দেবব্রত শইকিয়া এক বিবৃতিতে এ কথা জানান।

Advertisement

অঞ্জন দত্তের মৃত্যুর পর প্রদেশ কংগ্রেসের নতুন সভাপতি কে হবেন, তা নিয়ে কয়েক দিন থেকেই চাপান-উতোর চলছে। পাল্লা ভারী রাজ্য সভার সাংসদ তথা সহ-সভাপতি রিপুনবাবু দিকে। দলীয় সূত্রে খবর, তার আগে তাঁকে ভারপ্রাপ্ত সভাপতি করে দলীয় সদস্যদের মনোভাব আঁচ করে নিতে চাইছে হাইকম্যান্ড। কারণ, অতীতে দলের নেতা, মুখ্যমন্ত্রী, সভাপতি নির্বাচন বা বদল নিয়ে নাগাড়ে বিদ্রোহ চলেছে। দলের নেতাদের একাংশের বক্তব্য, অসমে বিধানসভা ভোটে ক্ষমতা হারানোর পিছনে সেটাও বড় কারণ হতে পারে। রিপুনবাবু জানান, এই মাসেই অসমে দলের বিপর্যয়ের কারণ খুঁজতে বৈঠক করা হবে। হারের সঠিক কারণগুলি খুঁজে বের করা এবং দলীয় কর্মীদের মনোবল ফের চাঙ্গা করাই তাঁর প্রথম কাজ হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement