Anti BJP Alliance

বিরোধী জোটের পরবর্তী বৈঠক ১৭-১৮ জুলাই, বেঙ্গালুরুতে, জানানো হল কংগ্রেসের তরফে

এনসিপি প্রধান শরদ পওয়ার বৃহস্পতিবার জানিয়েছিলেন, বিজেপির বিরোধী দলগুলির পরবর্তী বৈঠক হবে কংগ্রেস শাসিত কর্নাটকের রাজধানী বেঙ্গালুরুতে। কিন্তু ১৩-১৪ জুলাই ‘বৈঠকের দিন’ বলেছিলেন তিনি।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

নয়াদিল্লি শেষ আপডেট: ০৩ জুলাই ২০২৩ ১৬:৩৯
Share:

২৩ জুন পটনায় বিজেপি বিরোধী নেতাদের বৈঠক। ফাইল চিত্র।

‘স্থান’ মিলে গেলেও মিলল না ‘কাল’। এনসিপি প্রধান শরদ পওয়ার বৃহস্পতিবার জানিয়েছিলেন, হিমাচল প্রদেশের শিমলা নয়। বিজেপির বিরোধী দলগুলির পরবর্তী বৈঠক হবে কংগ্রেস শাসিত আর এক রাজ্য কর্নাটকের রাজধানী বেঙ্গালুরুতে। সোমবার সে কথা জানানো হয়েছে বৈঠকের ‘আয়োজক’ কংগ্রেসের তরফে।

Advertisement

যদিও শরদ বৈঠকের ‘সম্ভাব্য দিন’ হিসাবে ১৩-১৪ জুলাইকে চিহ্নিত করলেও সোমবার এআইসিসির সাধারণ সম্পাদক কেসি বেণুগোপাল বলেন, ‘‘আলোচনার মাধ্যমে স্থির হয়েছে, আগামী ১৭-১৮ তারিখে বেঙ্গালুরুতে বিজেপ বিরোধী দলগুলির পরবর্তী বৈঠক হবে।’’ গত ২৩ জুন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের পটনার বাসভবনে বিরোধীদের বৈঠকের পর জানানো হয়েছিল শিমলায় পরবর্তী বৈঠক হবে। পরে কংগ্রেস নেতৃত্বের ‘আগ্রহেই’ কর্নাটকে ওই বৈঠক হচ্ছে বলে সূত্রের খবর।

আগামী ১১ জুলাই বাংলায় পঞ্চায়েত ভোটের গণনা হতে পারে। ২০ জুলাই সংসদের বাদল অধিবেশন শুরু হচ্ছে। ২১ জুলাই তৃণমূলের ‘শহিদ দিবস’ সমাবেশ। এই পরিস্থিতিতে সমস্ত দিক বিবেচনা করে আলোচনার মাধ্যমে বৈঠকের দিন স্থির হয়েছে বলে কংগ্রেস সূত্রের খবর। প্রসঙ্গত, পটনায় চার ঘণ্টার বৈঠকের পর কংগ্রেস নেতা রাহুল গান্ধী, তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-সহ বিরোধী নেতা-নেত্রীরা আগামী লোকসভা ভোটে ঐক্যবদ্ধ ভাবে লড়ার বার্তা দিয়েছিলেন। এক মাত্র ব্যতিক্রম ছিলেন, আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরীওয়াল। কংগ্রেস প্রকাশ্যে দিল্লির আমলাতন্ত্র নিয়ন্ত্রণের কেন্দ্রীয় অর্ডিন্যান্সের বিরোধিতার ঘোষণা না করলে, পরবর্তী বৈঠক বয়কটের ঘোষণাও করেছে তাঁর দল।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন