Narendra Modi

সাংবাদিক বৈঠকে ভয় পান, বিদেশি পডকাস্টারের সামনে স্বচ্ছন্দ থাকেন! মোদীকে তোপ কংগ্রেসের

প্রধানমন্ত্রী মোদীকে কটাক্ষ করে হাত শিবিরের বক্তব্য, যিনি সাংবাদিক বৈঠকে সংবাদমাধ্যমের মুখোমুখি হতে ভয় পান, তিনি বিদেশের পডকাস্টারকে দেওয়া সাক্ষাৎকারে স্বচ্ছন্দ বোধ করছেন।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৭ মার্চ ২০২৫ ১২:২৩
Share:

নরেন্দ্র মোদী। —ফাইল ছবি।

আমেরিকার পডকাস্টার লেক্স ফ্রিডম্যানকে দেওয়া সাক্ষাৎকারে একাধিক বিষয়ে নিজের মতামত জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এ বার তা নিয়ে মোদীকে কটাক্ষ করল কংগ্রেস। হাত শিবিরের বক্তব্য, যিনি সাংবাদিক বৈঠকে সংবাদমাধ্যমের মুখোমুখি হতে ভয় পান, তিনি বিদেশের পডকাস্টারকে দেওয়া সাক্ষাৎকারে স্বচ্ছন্দ বোধ করছেন।

Advertisement

সাক্ষাৎকারের একটি অংশে মোদীকে বলতে শোনা গিয়েছে যে, ‘সমালোচনা গণতন্ত্রের আত্মা’। তা নিয়েও প্রধানমন্ত্রীকে কটাক্ষ করতে ছাড়েনি কংগ্রেস। কংগ্রেসের সাধারণ সম্পাদক (জনসংযোগ) জয়রাম রমেশ সমাজমাধ্যমে লেখেন, “তাঁর (মোদী) সরকারকে দায়বদ্ধ রাখে, এমন সমস্ত প্রতিষ্ঠানকে উনি প্রাতিষ্ঠানিক ভাবে শেষ করে দিচ্ছেন। সমালোচকদের উপর যে প্রতিহিংসামূলক আচরণ করা হচ্ছে, সাম্প্রতিক সময়ে তা প্রায় বিরল।” মোদী দ্বিচারিতা করছেন বলেও অভিযোগ করে কংগ্রেস।

প্রধানমন্ত্রী মোদীর আমেরিকা সফরের সময়ে সাক্ষাৎকারটি নেন ফ্রিডম্যান। প্রায় তিন ঘণ্টার ওই সাক্ষাৎকারটি রবিবার প্রকাশিত হয়েছে। সেখানে পাকিস্তানের সঙ্গে সম্পর্ক, রুশ-ইউক্রেন যুদ্ধ, শৈশবে তাঁর উপরে স্বামী বিবেকানন্দ এবং আরএসএস-এর প্রভাব নিয়ে কথা বলেন মোদী।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement