স্কুলের প্রশ্নপত্রে মোদীর কাজ! বিতর্ক

জনধন যোজনা কোন মন্ত্রকের সঙ্গে জড়িয়ে? কার জন্মদিনকে সুশাসন দিবস হিসেবে পালন করা হয়? কোন নদীর তীরে গড়ে উঠেছে ‘স্ট্যাচু অব ইউনিটি’?

Advertisement

সংবাদ সংস্থা

সুরাত শেষ আপডেট: ০২ জানুয়ারি ২০১৯ ০১:৫৩
Share:

জনধন যোজনা কোন মন্ত্রকের সঙ্গে জড়িয়ে? কার জন্মদিনকে সুশাসন দিবস হিসেবে পালন করা হয়? কোন নদীর তীরে গড়ে উঠেছে ‘স্ট্যাচু অব ইউনিটি’?

Advertisement

এ সবই গুজরাতের সুরাত পুরসভার স্কুলগুলিতে সাধারণ জ্ঞান পরীক্ষার প্রশ্ন। যার জবাব দিতে হয়েছে অষ্টম শ্রেণির প্রায় ২০ হাজার পড়ুয়াকে। মোদী সরকারের বিভিন্ন প্রকল্প নিয়ে আরও প্রশ্ন করা হয়েছে পরীক্ষায়। গোটা বিষয়টি নিয়ে ক্ষোভ জানিয়েছে কংগ্রেস।

সোমবার সুরাত মিউনিসিপ্যাল স্কুল বোর্ডের পরীক্ষায় অষ্টম শ্রেণির পড়ুয়াদের ২ নম্বরের কুড়িটি প্রশ্নের জবাব দিতে বলা হয়েছিল। প্রশ্ন করা হয়, কোন নদীর তীরে কুম্ভমেলা হচ্ছে? কোন দিনটি ‘আন্তর্জাতিক যোগ দিবস’? জিএসটি-র পুরো কথাটি কি? ৫০ নম্বরের পরীক্ষায় ১০ নম্বর রাখা ছিল অন্য একটি প্রশ্নে। মোদী সরকারের ‘সবচেয়ে ভাল ৫টি কাজ’-এর কথা জানতে চাওয়া হয়।

Advertisement

সুরাত পুরসভার শিক্ষা বোর্ডের সদস্য ও কংগ্রেস নেতা সফি জরিওয়ালা বলেন, ‘‘বিজেপি এখন পড়ুয়াদের নিয়ে খেলায় নেমেছে।’’ তবে শিক্ষা বোর্ডের চেয়ারম্যান হাসমুখ পটেলের যুক্তি, পড়ুয়ারা সরকারি প্রকল্পের কথা কতটা জানে, খতিয়ে দেখতেই প্রশ্নপত্র তৈরি করা হয়েছিল। তাঁর মতে, পড়ুয়ারা যাতে সরকারি প্রকল্পের সুবিধা পেতে পারে, সে জন্য এ সব তাদের জানা দরকার।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন