যোগী আদিত্যনাথ। —ফাইল চিত্র।
ক্রমশ বিবাদ বাড়ছে যোগী আদিত্যনাথের প্রশাসন ও জ্যোতিষ পীঠের শঙ্করাচার্য স্বামী অভিমুক্তেশ্বরানন্দ সরস্বতীকে কেন্দ্র করে। তিনি নিজে কী ভাবে জ্যোতিষ পীঠের শঙ্করাচার্য উপাধি ব্যবহার করছেন, তা নিয়ে নোটিস পাঠিয়েছে উত্তরপ্রদেশ প্রশাসন।
গত রবিবার মৌনী অমাবস্যা উপলক্ষে অনুগামীদের নিয়ে প্রয়াগরাজের সঙ্গমে স্নান করতে যাচ্ছিলেন সরস্বতী। প্রবল ভিড়ের কারণে দুর্ঘটনার আশঙ্কায় সরস্বতীকে পালকি ছেড়ে হেঁটে ছোট ছোট দলে বিভক্ত হয়ে স্নান করতে যাওয়ার পরামর্শ দেয় প্রশাসন। কেন তাঁকে আটকানো হয়েছে— এই যুক্তিতে বাধাদানের স্থানে অনশন শুরু করেন সরস্বতী। তারপরেই সরস্বতীকে নোটিস ধরায় প্রয়াগরাজ মেলা কর্তৃপক্ষ। সুপ্রিম কোর্টের একটি মামলার উল্লেখ করে তাতে বলা হয়, যতদিন পর্যন্ত ওই মামলার নিষ্পত্তি না হচ্ছে ততদিন কোনও ধর্মীয় নেতাকে জ্যোতিষ পীঠের শঙ্করাচার্য হিসেবে ঘোষণা করা যাবে না বলে জানিয়েছিল সুপ্রিম কোর্ট।
প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর
সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ
সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে