ছবি-বিতর্ক করিমগঞ্জে

সোশ্যাল মিডিয়ায় একটি ছবিকে ঘিরে বিতর্ক ছড়াল করিমগঞ্জে। ফেসবুক-এ ওই ছবির বিরুদ্ধে মামলা দায়ের করা হল করিমগঞ্জ সদর থানায়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

করিমগঞ্জ শেষ আপডেট: ২৯ এপ্রিল ২০১৬ ০৩:১৬
Share:

সোশ্যাল মিডিয়ায় একটি ছবিকে ঘিরে বিতর্ক ছড়াল করিমগঞ্জে। ফেসবুক-এ ওই ছবির বিরুদ্ধে মামলা দায়ের করা হল করিমগঞ্জ সদর থানায়।

Advertisement

স্থানীয় সূত্রে খবর, ওই ছবিতে বদরপুরের বিধায়ক তথা পরিষদীয় সচিব জামালউদ্দিন আহমেদ এআইইউডিএফ প্রার্থী আব্দুল আজিজের পা ছুঁয়ে ক্ষমা চাইছেন বলে দেখানো হয়েছে। তাতে লেখা হয়েছে— ‘আজিজ ভাই আমাকে মাফ করে দাও। সিবিআই তদন্ত করাবো না।’ লেখা হয়েছে— ‘ঠেলার নাম বাবাজি ডটকম’। পুলিশ সূত্রে খবর, ওই ছবিটি পোস্ট করেছেন পারভেজ জামান পারভেজ নামে এক ব্যক্তি। সম্রাজ বণিক এ নিয়ে করিমগঞ্জ সদর থানায় একটি মামলা দায়ের করেছেন।

করিমগঞ্জ সদর থানার ওসি শঙ্কর মণ্ডল জানিয়েছেন, পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে। ফেসবুকের কোন অ্যাকাউন্ট থেকে ছবিটি পোস্ট করা হয়েছে তা দেখা হচ্ছে। ছবিটি কোন কম্পিউটারে ‘এডিট’ করা হয়েছে, তারও খোঁজ চলছে। সাইবার অপরাধ দমনে অসম পুলিশের বিশেষ শাখা রয়েছে। প্রয়োজনে শাখার সাহায্য নেওয়া হবে।

Advertisement

এ নিয়ে বদরপুর বিধানসভা আসনের কংগ্রেস এবং এআইইউডিএফ প্রার্থীর প্রতিক্রিয়া জানা যায়নি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন