Bilawal Bhutto Zardari

ভারতের ‘র’ এবং পাকিস্তানের ‘আইএসআই’ হাত মেলালেই সন্ত্রাসবাদের মোকাবিলা করা সম্ভব: রাষ্ট্রপুঞ্জে বিলাবল ভুট্টো

মঙ্গলবার রাষ্ট্রপুঞ্জের সদর দফতরে একটি সম্মেলনে বিলাবল বলেন, ‘‘আমি নিশ্চিত, পাকিস্তানের আইএসআই আর ভারতের র’ একসঙ্গে কাজ করলে সন্ত্রাসবাদ অনেকাংশে কমানো সম্ভব।’’

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৪ জুন ২০২৫ ১৪:১১
Share:

পাকিস্তানের প্রাক্তন বিদেশমন্ত্রী বিলাবল ভুট্টো জ়ারদারি। —ফাইল চিত্র।

সুর বদলালেন বিলাবল ভুট্টো জ়ারদারি! অপারেশন সিঁদুরের পর ভারতকে ‘কাপুরুষ’ বলে আক্রমণ করেছিলেন তিনি। পরিবর্তিত পরিস্থিতিতে তাঁর মত, ভারতের ‘র’ আর পাকিস্তানের ‘আইএসআই’ হাত মেলালে সন্ত্রাসবাদের মোকাবিলা সম্ভব।

Advertisement

জম্মু-কাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর পাক অধিকৃত কাশ্মীর এবং পাকিস্তানের মূল ভূখণ্ডে বেশ কয়েকটি জঙ্গিঘাঁটি ধ্বংস করেছিল ভারত। ভারতীয় সেনার সেই অপারেশন সিঁদুর অভিযানের বার্তা আন্তর্জাতিক স্তরে পৌঁছে দিতে দেশে দেশে প্রতিনিধিদল পাঠিয়েছে কেন্দ্রীয় সরকার। পাল্টা পাকিস্তানের প্রতিনিধিদলও বিশ্বের নানা দেশে ঘুরছে। পিপিপি চেয়ারম্যান বিলাবল সেই পাক-প্রতিনিধিদলেরই অংশ।

মঙ্গলবার রাষ্ট্রপুঞ্জের সদর দফতরে একটি সম্মেলনে বিলাবল বলেন, ‘‘আমি নিশ্চিত, পাকিস্তানের আইএসআই এবং ভারতের র’ একসঙ্গে কাজ করলে সন্ত্রাসবাদ অনেকাংশে কমানো সম্ভব।’’

Advertisement

ভারত-পাকিস্তানের মতো দু’টি পরমাণু শক্তিধর দেশের দ্বন্দ্ব নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন পাকিস্তানের প্রাক্তন বিদেশমন্ত্রী ভুট্টো। বিশ্বমঞ্চের কাছে দু’দেশের দ্বন্দ্বে কড়া নজর রাখারও আহ্বান জানিয়েছেন তিনি। বলেন, ‘‘আন্তর্জাতিক মহলের হস্তক্ষেপে ভারত ও পাকিস্তানের মধ্যে সংঘর্ষবিরতি সম্ভব হয়েছে। এ ক্ষেত্রে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং আমেরিকার বিদেশসচিব মার্কো রুবিয়োর ভূমিকার উল্লেখ করতে চাই।’’

সন্ত্রাসবাদের মোকাবিলায় ইসলামাবাদ নয়াদিল্লির সঙ্গে সহযোগিতা করতে প্রস্তুত বলে জানান ভুট্টো। তাঁর মত, কূটনীতি এবং আলোচনার মাধ্যমে শান্তি সম্ভব। তবে ভারতে কোনও সন্ত্রাসবাদী হামলার ঘটনা ঘটলেই তাকে পাকিস্তানের সঙ্গে জড়িয়ে দেওয়া নিয়ে নয়াদিল্লিকে আক্রমণও করেছেন ভুট্টো।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement