Ram Mandir Accident

রাম মন্দিরে দুর্ঘটনা, ‘ভুল করে’ গুলি চালিয়ে ফেললেন কনস্টেবল! নিজের পিস্তলে নিজেই জখম

রাম মন্দিরে নিরাপত্তার দায়িত্বে থাকা কনস্টেবল গুলিবিদ্ধ। নিজের পিস্তল থেকেই অসাবধানতায় গুলি চালিয়ে ফেলেন তিনি। অবস্থা আশঙ্কাজনক।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ২৭ মার্চ ২০২৪ ১৬:২৫
Share:

—প্রতীকী চিত্র।

নিজের কাজের সূত্রে পাওয়া পিস্তল দিয়ে নিজের গায়েই গুলি চালিয়ে ফেললেন কনস্টেবল। ঘটনায় গুরুতর জখম হয়েছেন তিনি। ওই কনস্টেবল অযোধ্যার রাম জন্মভূমি কমপ্লেক্সে কর্তব্যরত ছিলেন।

Advertisement

কনস্টেবলের নাম রাম প্রসাদ। বয়স ৫০ বছর। তিনি প্রভিনশিয়াল আর্মড কনস্টাবুলারি (পিএসি)-র কমান্ডো। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার সন্ধ্যায় কর্তব্যরত অবস্থায় নিজের পিস্তলটি পরিষ্কার করছিলেন ওই কনস্টেবল। সেই সময়ে আচমকা গুলি চালিয়ে ফেলেন। ভুল করেই তিনি গুলি চালিয়েছেন বলে মনে করা হচ্ছে।

গুরুতর জখম অবস্থায় কনস্টেবলকে অযোধ্যা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে পরে স্থানান্তরিত করা হয় লখনউয়ের হাসপাতালে। চিকিৎসকেরা জানিয়েছেন, কনস্টেবলের অবস্থা আশঙ্কাজনক।

Advertisement

রাম মন্দিরের নিরাপত্তার দায়িত্ব দেওয়া হয়েছিল ওই কনস্টেবলকে। সেই সূত্রেই তাঁর কাছে ছিল পিস্তল। পুলিশ সূত্রে খবর, গত ছ’মাস ধরে অযোধ্যায় কর্তব্যরত ছিলেন ওই কনস্টেবল।

পুলিশ আধিকারিক প্রবীণ কুমার জানিয়েছেন, কাজের সময়ে নিজের পিস্তলটি পরিষ্কার করছিলেন কনস্টেবল। অসাবধানতায় তাঁর হাত চলে যায় পিস্তলের ট্রিগারে। তাতেই দুর্ঘটনা। চিকিৎসক জানিয়েছেন, বুলেটটি কনস্টেবলের বুকের বাঁ দিকে লেগেছিল। তাঁর অবস্থা আশঙ্কাজনক।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন